Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বামীর তৃতীয় বৌ হয়েও সুখী দাম্পত্য, সিক্রেট ফাঁস করলেন বিদ্যা বালন

Updated :  Saturday, March 13, 2021 7:51 PM

বিদ্যা বালন (vidya balan), এমন এক অভিনেত্রী, তিনি যে ফিল্মে অভিনয় করেন, সেই ফিল্মে নায়কের প্রয়োজন হয় না। একসময় নিজের চেহারা নিয়ে অনেক বক্রোক্তি শোনা বিদ্যা নিজেকে শক্তিশালী অভিনেত্রী হিসাবে প্রমান করেছেন। নিজের কেরিয়ারের ‘কহানী’ লেখা বিদ্যা মানেই নারীশক্তির জয়গান। ব্যক্তিগত জীবনেও বিদ্যা কিন্তু যথেষ্ট সফল। 2011 সালে ইউটিভি-র সিইও সিদ্ধার্থ রায় কাপুর (sidhdharth Roy kapoor)-কে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন বিদ্যা। বিদ্যার বিয়ের শাড়ি ডিজাইন করেছিলেন তাঁর ফ্যাশন ডিজাইনার বন্ধু সব‍্যসাচী (sabyasachi)।

সিদ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী বিদ্যা। সফল নায়িকা বিদ্যা বালন যখন সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। কারণ এর আগে সিদ্ধার্থের দুই বার বিবাহ বিচ্ছেদ হয়েছে। কিন্তু বিদ্যা বলেছিলেন, বিয়ে সম্পর্কে সিদ্ধার্থের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। বিদ্যার এই হাস্যকর তত্ত্বের পিছনে লুকিয়ে ছিল আসল তত্ত্ব। সিদ্ধার্থ ইউটিভির সিইও ও সফল প্রযোজক সিদ্ধার্থকে বিয়ে করে নিজের কেরিয়ারের মাটি শক্ত করতে চেয়েছিলেন বিদ্যা। বিদ্যা ও সিদ্ধার্থের দাম্পত্য এই মুহূর্তে যথেষ্ট সফল।

দাম্পত্যের সফলতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যা জানিয়েছেন, বিয়েকে সুদৃঢ় করে তুলতে যা যা করণীয়, সেগুলি করতে পেরে তিনি যথেষ্ট আনন্দিত। সিদ্ধার্থের সঙ্গে বিদ্যার আট বছরের সফল দাম্পত্যের কারণ হল তাঁরা দুজনে দুজনকে কখনও ‘টেকেন ফর গ্রান্টেড’ নেননি। এই কারণে তাঁদের সম্পর্কে বজায় রয়েছে সুখ-শান্তি।