Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Strawberry Moon: আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন, জানুন কবে দেখতে পাবেন

Updated :  Thursday, June 24, 2021 3:40 PM

ফুল মুন এবং সুপারমুনের পর এবার স্ট্রবেরি মুন। আজ অর্থাত বৃহস্পতিবার থেকে আগামী তিন দিনের জন্য আকাশে দেখা যাবে স্ট্রবেরি চাঁদ। কিন্তু, ভারতীয়দের ক্ষেত্রে এটি একটি সাধারণ পূর্ণিমা। আসলে এই চাঁদের রং কোনভাবেই স্ট্রবেরির মতো নয়, এই চাঁদের সঙ্গে সরাসরি স্ট্রবেরির কোন সম্পর্ক নেই। তবে এরকম নামকরণ কেন, আশা করছি প্রশ্ন উঠছে সকলের মনেই।

আপনাদের জানিয়ে রাখি উত্তর আমেরিকা এবং ইউরোপে সাধারণত সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে প্রত্যেক পূর্ণিমার নামকরণ করা হয়। আর, এই পূর্ণিমাটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে চাষ, স্পষ্টভাবে বলতে গেলে স্ট্রবেরি চাষ। আসলে ব্যাপারটা হলো উত্তর আমেরিকার আদিকালের কৃষকেরা যে দিনপঞ্জি হিসেবে চলতেন তাতে এই পূর্ণিমার উল্লেখ ছিল।

এই সময়টাতে উত্তর আমেরিকার আলগনকিন, অজিবে, ডাকোটা এবং লাকোটা জনগোষ্ঠীর মানুষজন ক্ষেত থেকে পাকা স্ট্রবেরি তুলতেন। এই কারণে এই সময়ে যে পূর্ণিমা আসত তার নাম তারা দিয়েছিলেন দা স্ট্রবেরি মুন। সেখান থেকেই এই পূর্ণিমাটিকে স্ট্রবেরি চাঁদ হিসেবে নামকরণ করা শুরু হয়েছে। যদিও বসন্তের শেষ পূর্ণিমা এবং বিশ্বের প্রথম পূর্ণিমা কে স্ট্রবেরি মুন হিসেবে ডাকা হয়ে থাকে অনেক জায়গায়।

তবে এই স্ট্রবেরি মুন কিন্তু কোনভাবেই সুপার মুন না, বরং এটি একটি সাধারণ পূর্ণিমা। সুপারমুন শুধুমাত্র এপ্রিল এবং মে মাসের পূর্ণিমার চাঁদ আখ্যা পেয়ে থাকে। যদিও যারা নক্ষত্র দেখতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই পূর্ণিমা অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে। আজ থেকে আগামী তিন দিনের জন্য এই চাঁদ দেখা যাবে। মোটামুটি শনিবার ভোর পর্যন্ত এই চাঁদ আপনারা দেখতে পাবেন।