Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভিলেন ঐশ্বর্যা রাই বচ্চন!

মণি রত্নম আর ঐশ্বর্য রাই বচ্চনের জুটি বরাবরই হিট। শুধু হিন্দি নয়, তামিল ছবিতেও হিট পার্টনার মনি-ঐশ্বর্যা। ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। আবারও একবার পরিচালক মণি রত্নামের সিনেমায় দেখা…

Avatar

মণি রত্নম আর ঐশ্বর্য রাই বচ্চনের জুটি বরাবরই হিট। শুধু হিন্দি নয়, তামিল ছবিতেও হিট পার্টনার মনি-ঐশ্বর্যা। ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। আবারও একবার পরিচালক মণি রত্নামের সিনেমায় দেখা যাবে এই প্রাক্তন বিশ্বসুন্দরীকে। সূত্রের খবর  মনিরত্নাম পরিচালিত এই পিরিয়ড ড্রামার ছবিতে এক নতুন অবতারে দেখা যাবে বচ্চন বধূকে। এতদিন নায়িকা রূপেই দেখেছি আমরা ঐশ্বর্য রাই বচ্চনকে। কিন্তু এবার আমরা তাঁকে দেখতে পাবো খলনায়িকার ভূমিকায়। ঐশ্বর্যার অভিনয় কেরিয়ারে এই প্রথম ভিলেনের চরিত্র দেখা যাবে তাঁকে। বলা হয় যে নেগেটিভ চরিত্রে অভিনয় করা সবসময়েই বেশি চ্যালেঞ্জিং। এখন সেটাই দেখার হবে যে ঐশ্বর্যার নেগেটিভ চরিত্রে অভিনয় দর্শকরা কতটা পছন্দ করে।

About Author