কর্ণাটক: সম্প্রতি টুইটারে একটি ভিডিও কার্যত ভাইরাল হয়েছে। এক মহিলা শাড়ি পড়ে খালি হাতে একটি সাপ ধরেছেন। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে। কয়েক মিনিটের ভিডিও কার্যত সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল।
ওই মহিলার নাম নির্যারা চিট্টি। কর্নাটকের সাপ উদ্ধারকারী সংস্থার সঙ্গে যুক্ত তিনি। এক অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় অন্য একটি বাড়িতে পড়ে থাকা সাপকে উদ্ধার করার ফোন আসে তার কাছে। তৎক্ষণাৎ তিনি অনুষ্ঠানে না গিয়ে চলে যান অপারেশন স্থানে। সেই বাড়িতে গিয়ে ওই সাপকে তিনি খালি হাতে উদ্ধার করেন। আর সেই ভিডিও মাইক্রোব্লগিং সাইটের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়, যা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
https://twitter.com/DoctorAjayita/status/1304779562945933313?s=19
টুইটারে লেখা ছিল, ইনি একজন সাপ উদ্ধারকারী মহিলা, যিনি এক অনুষ্ঠানে যাওয়ার মুহূর্তে এক বাড়িতে ঢুকে যাওয়া সাপকে কোনও যন্ত্রপাতি ছাড়াই খালি হাতে উদ্ধার করে। তাও আবার শাড়ি পরা অবস্থায়। নেটিজেনদের চোখে এই ভিডিও পড়ায়, এই নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।