Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: কালো ঝকঝকে পোশাকে পাঁচতারা হোটেলে বাদামবাবু, নীল ও দর্শনার সাথে নিজের গানে নেচে বানালেন রিল

Updated :  Sunday, February 20, 2022 8:31 AM

টলিউডের অন্যতম ডিভা দর্শনা বণিক। বাংলার পাশাপাশি হিন্দিতেও চুটিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি কোন এক পাঁচতারা হোটেল পার্কের অনুষ্ঠানে দর্শনা বণিকের, নীল ভট্টাচার্যের পাশাপাশি দেখা গিয়েছে অনেক তারকাদের। তাদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূমের ভুবন বাদ্যকরও। স্বয়ং বাদামবাবুকে এত কাছে পেয়ে সুযোগ হাতছাড়া করেননি কেউই। দর্শনা নিজের এক বন্ধুকে ফোন ধরিয়ে দিয়ে ‘কাঁচা বাদাম’ গানে ভুবনবাবুকে নিয়েই বানালেন ইনস্টারিল। পাশাপাশি সেখানে উপস্থিত নীল ভট্টাচার্য ও অন্যান্যরাও তার সাথে ‘কাঁচা বাদাম’ গানে বানালেন রিল, যা এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল।

এদিন দর্শনা বণিককে কমলা রঙের শাড়ি ও মানানসই সাজে একেবারে বং লুকে দেখা গিয়েছে। অন্যদিকে নীল ভট্টাচার্যকে কালো টি-শার্ট আর জিন্সে এবং সবুজ রঙের জুতো ও জ্যাকেটে দেখা গিয়েছে। এছাড়াও ছিলেন আরো অনেক তারকা। যারা প্রত্যেকেই পরেছিলেন বিভিন্ন ধরনের স্টাইলিশ পোশাক। অন্যদিকে সকলের মধ্যমণি বাদাম বাবু অর্থাৎ ভূবন বাদ্যকর একেবারে কালো ঝকমকে পোশাকে দেখা দিয়েছিলেন। এদিন সকলের মধ্যমণি হয়ে রীতিমতো নিজের গানেই চুটিয়ে নাচলেন বাদামবাবু।

এদিন পার্ক হোটেলে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। সকলের সামনে স্টেজে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, তার বিশেষ জ্ঞান নেই। সকলের আশীর্বাদ তিনি এই পর্যন্ত এসে পৌঁছেছেন। আশা করছেন সকলে তাকে ঠাঁই দেবেন। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার অনেকে এই সমস্ত ভিডিও ছবির জন্য তাকে নিয়ে আবারও ট্রোল করেছেন। উল্লেখ্য, এই সপ্তাহের  দাদাগিরির শনিবারের এপিসোডে উপস্থিত থাকবেন ভুবন বাদ্যকর। ইতিমধ্যেই সেই প্রোমো ভাইরাল হয়েছে টেলিভিশনের পর্দায়।