Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: কোচিং ক্লাসে ‘আজ কি রাত’ গানে নেচে ভাইরাল ২ যুবতী, দেখে ট্রোলড করছেন নেটিজেনরা

Updated :  Friday, September 13, 2024 11:30 AM

ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আজকের দিনে রঙিন আলোর জগত শুধুমাত্র বলিউড কিংবা টলিউডের হাতে গোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সঠিক কনটেন্ট এবং দক্ষ অভিনয়ের মাধ্যমে যে কেউই হয়ে উঠতে পারেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। বিগত কয়েক বছরে সোফিয়া আনসারী, এঞ্জেল রাই, ববিতা শেরার মতো যুবতীরা নিজেদের সাহসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিণত হয়েছেন সেলিব্রেটিতে। আপনি জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত যুবতীদের কয়েক লক্ষ ফলোয়ার্স রয়েছে।

ভাইরাল হচ্ছে সাহসী নাচের ভিডিও

বিগত বেশ কয়েক মাস ধরে বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গান তথা “আজ কি রাত মাজা লেজিয়ে”-তে ভাইরাল হয়েছে একের পর এক ভিডিও। যে সমস্ত ভিডিওতে ভারতীয় সেক্সি যুবতীদের উত্তপ্ত ডান্স করে সোশ্যাল মিডিয়া গরম করতে দেখা গেছে। তবে বর্তমানে যে ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে, সেটি ছাড়িয়ে গেছে বাঁধা-নিষেধের সমস্ত সীমা। যে ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশংসার চেয়েও সমালোচনা করেছেন বেশি।

সমালোচিত হচ্ছে ২ যুবতী

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে ভারতীয় যুবতীদের সাহসিকতার চরম সীমা অতিক্রম করে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করতে দেখা গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড গান তথা “আজ কি রাত মাজা লেজিয়ে”-তে উত্তপ্ত ডান্স করছেন ২ যুবতী। জানা গেছে, কোচিং সেন্টারে পড়তে গিয়ে সাহসী ডান্স করে ভাইরাল হয়েছেন ওই যুবতীরা। শিক্ষা গ্রহণের কেন্দ্রকে কলুষিত করার জন্য বর্তমান নেটিজেনদের বেশি ভাগ অংশ কঠোর সমালোচনা করেছেন ওই ২ যুবতীকে।