Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: অবিকল জাহ্নবী কাপুরের কার্বন কপি, ‘চুট্টমাল্লে‘ গানে দুর্দান্ত নাচ যুবতীর, ভিডিও ব্যাপক ভাইরাল

Updated :  Monday, June 9, 2025 7:50 PM
Janhvi Kapoor Goes Viral Dancing to 'Chuttamalle'"

দেখতে যেন একেবারে জাহ্নবী কপূরের কার্বন কপি! আর সেই চেহারাতেই যখন তেলুগু হিট গান ‘চুট্টামাল্লে’-তে ছন্দ মিলিয়ে নাচ, তখন আর ভাইরাল হতে কতটুকু দেরি? সম্প্রতি এমনই এক তরুণীর নাচের ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার অগণিত টাইমলাইনে।

চলতি বছরে দক্ষিণী সিনেমা Devara: Part 1-এর একটি গান Chuttamalle মুক্তি পেয়েছিল ৫ আগস্ট, ২০২৪-এ। পরে ২৬ অক্টোবর মুক্তি পায় এর সম্পূর্ণ ভিডিও। গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা শিল্পা রাও, সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর এবং গানের কথা লিখেছেন রামজোগাইয়া শাস্ত্রী। রিলিজের পরপরই গানটি শ্রোতাদের মন জয় করে নেয়, এবং কিছু দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় ডান্স চ্যালেঞ্জের ঝড়।

এই গানেই হঠাৎ ভাইরাল হয়ে ওঠে এক তরুণীর পারফরম্যান্স। ভিডিওটি দেখার পর বহু নেটাগরিক দাবি করেছেন, তরুণীটি দেখতে ঠিক যেন জাহ্নবী কপূরের মতো। সেই মিল নিয়ে বিস্তর চর্চা চলছে অনলাইনে। কেউ লিখেছেন, “ভাবতেই পারিনি এ তো জাহ্নবী নন!” আবার কারও মতে, “হুবহু এক কপি, শুধু নামটাই আলাদা!”

এখনও পর্যন্ত ভিডিওটির ভিউ সংখ্যা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তবে শুধুই ওই এক তরুণীর ভিডিও নয়, Chuttamalle-এর তালে ভাইরাল হয়েছে আরও বহু পারফরম্যান্স। বিশেষভাবে উল্লেখযোগ্য শাজেব শেখ ও প্রার্থনা সাঙ্গতানির একটি কোরিওগ্রাফড রিল, যা ইনস্টাগ্রামে ইতিমধ্যেই ১৬ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ এই গানের সঙ্গে নিজেদের স্টাইল মিশিয়ে নাচের ভিডিও আপলোড করছেন।

বিশেষজ্ঞদের মতে, এই গানটির জনপ্রিয়তা যেমন ঝড় তুলেছে, তেমনই এই তরুণীর জানভি-সাদৃশ্য ও দারুণ নাচ মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন, এর পেছনে শুধু গান নয়, ওই তরুণীর এক্সপ্রেশন, পোশাক ও ক্যামেরা প্রেজেন্সও এই ভাইরাল হওয়ার অন্যতম কারণ।