Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলা গানে দুই সুন্দরীর নাচ, আসল ট্যালেন্ট

Updated :  Saturday, December 23, 2023 9:41 PM

চেয়ে থাকার মতো একটা নাচের ভিডিও। বাংলা লোক গানের ওপর কতো সুন্দর যে নৃত্য পরিবেশন করা যেতে পারে সেটা দেখিয়ে দিলেন এই দুই রমণী। কোনো ভণিতা নয়, নিখাদ প্রতিভার জোরে আজ নাচের ভিডিওতে এতো ভিউজ, এতো জনপ্রিয়তা।

বর্তমানে সামাজিক মাধ্যমে বিভিন্ন নাচের ভিডিও খুব দেখা যায়। ফলত সত্যিকারের কেনো প্রতিভাবান ব্যক্তি তার নৃত্য শৈলী প্রদর্শন করলে সেটা ভাইরাল হতে বেশি সময় নেয় না। এই প্রতিবেদনে আলোচ্য ভিডিওটি তেমনই, যেখানে সত্যিকারের প্রতিভা প্রতিফলিত হয়েছে। বছর এক আগে ইউটিউব চ্যানেল আপলোড হওয়া ভিডিওতে প্রায় সাড়ে তিন লক্ষ ভিউজ হয়েছে ইতিমধ্যে। লাইক পড়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার। কমেন্টও পড়েছে প্রচুর। আর পড়বে নাই-বা কেন? এরকম নাচ ক’জন করতে পারবেন!

ইন্টারনেট ব্যবহার করতে করতে নেটিজেনদের পছন্দ অপছন্দ বোঝা যায়। ভিডিও ভাইরাল হওয়ার অর্থ মানুষ সেই কনটেন্টে খুব বেশি ইংগেজ হয়েছে। লাইক, কমেন্ট শেয়ার ইত্যাদি পড়েছে দেদার। শুধু প্রতিভা প্রদর্শন নয়, ভিডিও বা কনটেন্ট পরিবেশনা খুব জরুরি। প্রতিভার পাশাপাশি ভিডিও শ্যুট করার আয়োজনটা মাথায় রাখতে হয়। দুই প্লাস দুই দলে তবেই চার হয়।

ভিডিও কোক স্টুডিও বাংলায় গাওয়া নাসেক গানের ওপর করা হয়েছে। দুই রমণী রমণীয় পারফরম্যান্স করেছেন ভিডিওটিতে। আর কোক স্টুডিওর কথা আলাদা করে বলার দরকার পড়ে না। যেমন গান, তেমনই যোগ্য নাচ।