Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: গোবিন্দার ‘নিচে ফুলন কি দুকান’ গানে অসাধারণ নাচ এই ছোট্ট মেয়েটির, দর্শকরা বললেন হিরোইন No1

Updated :  Thursday, August 1, 2024 4:18 PM

বলিউডের একটা সময় ছিল যখন সবথেকে জনপ্রিয় এবং এক নম্বর তারকা ছিলেন গোবিন্দা। মানুষ তার অভিনয় গান নাচ এবং অভিব্যক্তির কারণে তার ছবি দেখতে যেতেন। একটা সময় করিসমা কাপুরের সঙ্গে তার প্রতিটি ছবি ছিল সুপারহিট। আজও তার ভক্তরা গোবিন্দার গানের সঙ্গে দারুন স্টাইলে নাচ করেন। নিজের একটা আলাদা স্টাইল এবং নাচের ধরনের কারণে চলচ্চিত্র জগতে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছিলেন গোবিন্দা। আজকালকার ছেলেমেয়েরাও তার নাচের স্টাইল কপি করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে। পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের যদি তার স্টাইলে নাচ শেখানো হয় তাহলে তারা খুব ভালো নাচ করতে পারে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে একটি মেয়েকে দেখা যাচ্ছে একেবারে গোবিন্দা স্টাইলে নাচ করতে। মেয়েটির বয়স খুব বেশি হলে ছ’বছর হবে, কিন্তু সেই বয়সেও সে যেভাবে নাচ করছে তা প্রশংসার যোগ্য।

ভাইরাল হল এই ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট মেয়ের নাচের ভিডিও ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। ২০০০ সালে মুক্তি পাওয়া গোবিন্দার ছবি জোরু কা গুলামের নিচে ফুলন কি দোকান পার গানের সাথে ওই ছোট্ট মেয়েটি দুর্দান্ত নাচ করছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চায় এসেছে। মেয়েটির নাচের মুভ থেকে শুরু করে এক্সপ্রেশন সবকিছুই দুর্দান্ত। কথা শিন্ডে নামের একটি instagram একাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। মেয়েটির নাচ সারা ভারতে প্রশংসা পাচ্ছে।

Instagram ব্যবহারকারীরা করছেন কমেন্ট

গোবিন্দার স্টাইলে এই ছোট্ট মেয়ের নাচ সত্যিই বেশ দর্শনীয়। ব্যবহারকারীরা এই নাচের ভিডিও দারুণভাবে দেখছেন এবং তার স্টাইল পছন্দ করছেন। ভিডিওটি প্রচুর ভিউ এবং লাইক পেয়েছে। এখনো পর্যন্ত ১৬.৭ কোটির বেশি বার এই ভিডিও দেখা হয়েছে এবং ৫.৪ লাখের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। এছাড়াও বহু মানুষ নিজেদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই নাচের ভিডিওটি ব্যাপক সাড়া পেয়েছে। ব্যবহারকারীরা কমেন্ট করে প্রশংসা করছেন ওই নাচের। লোকজন বলছেন, ওই মেয়েটি একেবারে হিরোইন নাম্বার ওয়ান। অনেকে আবার বলছেন, মেয়েটি যেন নিজের মায়ের গর্ভ থেকেই নাচ শিখেই এসেছে। মেয়েটিকে নাচ করতে দেখে তার নাচের দক্ষতার উপরে ভালোবাসা বর্ষণ করছেন instagram ব্যবহারকারীরা।

 

View this post on Instagram

 

A post shared by Katha Shinde (@kathashinde)