Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বনরক্ষক কর্মীর সঙ্গে পোজ দিয়ে সেলফি তুলছে গরিলা, ভাইরাল ছবি

Updated :  Saturday, August 1, 2020 3:36 PM

একজন বনকর্মীর কাজ হলো যত্ন সহকারে বন জঙ্গল পার্ক প্রভৃতির সংরক্ষিত এলাকার দেখভাল করা। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে যেমন বন্যা, দাবানলে বনের জীব জন্তুর অনেক ক্ষতি হয়। তখন এই বনকর্মীরাও নিজেদের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়েন এই সমস্ত পশুগুলোকে উদ্ধার করতে। শুধু তাই নয়, পশুদেরকে চোরা শিকারিদের হাত থেকে বাঁচানোর জন্য তারা অনেক চেষ্টা করেন।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পরভিন কাসোয়ান একটি ফটো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছেন, যে ফটোটায় দেখা যাচ্ছে ভিরুঙ্গা নেশনাল পার্কে এক বনো কর্মীর সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলেছে শিম্পাঞ্জিরা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে প্রত্যেকে এই গরিলাদের অসাধারণ ছবি তোলার পোজ দেখে বাহবা জানিয়েছেন।

এই বনাঞ্চলটি মূলতঃ পাহাড়ে বসবাসকারী অনাথ গরিলাদের জন্যই বানানো হয়েছে। শিম্পাঞ্জিদের মধ্যে নকল করার অসাধারণ ক্ষমতা রয়েছে। ওদের আচার আচরণের সঙ্গে মানুষের অনেকটাই মিল আছে। কিন্তু এমন সেলফি তোলার জন্য পোজ দেবে তা হয়তো সত্যি সত্যিই এই ছবিটি না দেখলে কেউ বিশ্বাস করতেন না।