Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফ্রন্ট কাট ব্যাকলেস শর্ট ড্রেস পরে ফের ভাইরাল উরফি, নেটিজেনের মন্তব্য, ‘কাপড়ের অভাব!’

Updated :  Saturday, May 28, 2022 4:39 PM

গ্ল্যামার ওয়ার্ল্ডের বোল্ডনেস কুইন উরফি জাভেদ তাঁর শরীরী ভাঁজের খেলায় নেটিজেনদের বোল্ড আউট করতে সিদ্ধহস্ত। শরীরে পোশাক প্রায় নেই বললেই চলে এমন ফ্যাশনে বিশ্বাস করেন তিনি। তাই তো প্রকাশ্যে যেকোনো সময় অন্তর্বাস ছাড়াই বা কখনো খোলামেলা বা কাঁটাছেঁড়া পোশাক পরে বেরিয়ে আসেন তিনি। এমন ফ্যাশনের জেরে প্রায় রোজ পাপারাৎজিদের ভাইরাল কন্টেন্ট হয়ে ওঠেন তিনি। এই বিষয়ে শত বিতর্ক বা ট্রোল হতে হলেও তিনি নিজের ফ্যাশন স্টেটমেন্ট সম্বন্ধে খুবই আত্মবিশ্বাসী।

ফ্রন্ট কাট ব্যাকলেস শর্ট ড্রেস পরে ফের ভাইরাল উরফি, নেটিজেনের মন্তব্য, 'কাপড়ের অভাব!'

সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাকটিভ থাকেন এই মডেল অভিনেত্রী। বিগ বস এবং পোশাক বিতর্কের সৌজন্যে তাঁর অনুরাগীর সংখ্যা একলাফে বেড়েছে অনেকখানি। মাঝে মাঝে তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিল ভিডিও বা বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন। এছাড়াও পাপারাজ্জিদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। রাস্তার মাঝে কোথাও দেখা হলেই তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জিমহল। অভিনেত্রীও তারিয়ে উপভোগ করেন সেই সমস্ত মুহূর্ত। সম্প্রতি আবারও খোলামেলা পোশাক পরে মুম্বাই বান্দ্রার একটি রেস্তোরায় দেখা গিয়েছিল মডেল অভিনেত্রীকে।

ফ্রন্ট কাট ব্যাকলেস শর্ট ড্রেস পরে ফের ভাইরাল উরফি, নেটিজেনের মন্তব্য, 'কাপড়ের অভাব!'

এবারে উরফির পরনে ছিল একটি সুন্দর লাল রঙের টপ যা পিঠের দিকে সরু ফিতে দিয়ে বাঁধা। এছাড়া সামনের দিকে গোল কাট রয়েছে যা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বক্ষযুগলের কিছু অংশ। অবশ্য এমন কাটাছেঁড়া পোশাক এর আগেও অনেকবার পরেছেন উরফি। নিজের লুক মেইনটেন করতে মডেল শর্ট ড্রেসের সাথে হালকা বাদামী রঙের হাই হিল পরেছিলেন ও উঁচু করে চুলে খোঁপা করেছিলেন। পাপারাজ্জিদের সাথে কথা বলার সময় উরফি জাভেদ বলেন যে তিনি ডায়েট করেন না। বান্দ্রার একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন উরফি। এমতাবস্থায় তিনি আরও জানান, পানিপুরি ও সেভপুরী খেয়ে বেরোচ্ছেন তিনি। ।

ফ্রন্ট কাট ব্যাকলেস শর্ট ড্রেস পরে ফের ভাইরাল উরফি, নেটিজেনের মন্তব্য, 'কাপড়ের অভাব!'

বলা বাহুল্য, এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। তবে ছবিতে কমেন্ট করে অনেকেই ট্রোল করেন অভিনেত্রীকে। বলা যায় প্রশংসার থেকে ট্রোলের সংখ্যা ছিল অনেকগুণ বেশি। কেউ মন্তব্য করেন যে ‘কিছুদিন বাদে কি নগ্ন হয়ে পোজ দেবেন’, আবার কেউ বলেন, ‘আপনার এত কাপড়ের অভাব কেন?’ একজন তো কটাক্ষ করে সরাসরি বলেন, ‘এত খোলামেলা হয়েও তো কাজ মিলছে না!’ একজন আবার বলেন, ‘ননসেন্স বানর’। তবে যাই হোক ছবিটি এখন ইন্টারনেট দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে।