Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: বিয়ের সাজে চোখে সানগ্লাস কনের, স্কুটি চালিয়ে নিজেই চলে গেল বর আনতে

সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিদিন একাধিক বিনোদননির্ভর ভিডিও ভাইরাল হচ্ছে, আর থেকে থেকেই বিয়ে নিয়ে নানান মজার ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। বিয়ে যেকোনো মানুষের জীবনে একটা বড় অধ্যায়। সম্প্রতি…

Avatar

By

সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিদিন একাধিক বিনোদননির্ভর ভিডিও ভাইরাল হচ্ছে, আর থেকে থেকেই বিয়ে নিয়ে নানান মজার ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। বিয়ে যেকোনো মানুষের জীবনে একটা বড় অধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ের কনে নিজে স্কুটি চালিয়ে বর নিয়ে সোজা ঢুকে এসেছে ছাদনাতলায়, যা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে।

গা ভর্তি গয়না, বিয়ের লেহেঙ্গায় সেজেগুজে চোখে সানগ্লাস দিয়ে স্কুটি নিয়ে সোজা বরকে আনতে চলে যায় হবু কনে, যা দেখে হকচকিয়ে গিয়েছিলেন বরের বাড়ির লোকও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। ভিডিওটি নেটমাধ্যমে শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Viral: বিয়ের সাজে চোখে সানগ্লাস কনের, স্কুটি চালিয়ে নিজেই চলে গেল বর আনতে

যেকোনো বিয়েবাড়িতেই চলে মজা, আনন্দ, আচার-অনুষ্ঠান, খাওয়া-দাওয়া সবই। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। তবে হঠাৎ করেই স্কুটি চালিয়ে বিয়ের কনে বরকে নিয়ে ঢোকে ছাদনাতলায়, যা দেখে চোখ কপালে উঠেছে অনেকের। ছাদনাতলায় এমন ব্যতিক্রমী বরের এন্ট্রি দেখে বেশ মজাই পেয়েছেন মেয়ের বাড়ির লোকজন। ভিডিওতে যে কনেকে দেখা যাচ্ছে তার নাম কাজল। কাজলের এই কান্ডকারখানা বেশ উপভোগ করেছেন নেটনাগরিকরাও।

আজকের যুগে দাঁড়িয়ে বিয়ের আসরে পুরোনো নিয়মকানুন ভাঙতে দেখা যায় অনেককেই। কোথাও কনে স্কুটি করে চলে যাচ্ছেন নিজেই বর আনতে, আবার কোথাও বর প্রণাম করছে বউকে, আবার বৈদিক মতে কোথাও বর-কনে সিঁদুর পরিয়ে দিচ্ছে একে অপরকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে প্রায়ই এমন একাধিক ঘটনার সাক্ষী হয়ে থাকি আমরা সকলে। তবে এই নতুন কনে স্কুটি চালিয়ে নিজের বরকে নিয়ে ছাদনাতলায় হাজির হওয়ার পর বিয়ের আসরে উপস্থিত সকলেই পুষ্পবৃষ্টি করে তাদের মণ্ডপে আহ্বান জানায়, বিয়েও হয় নির্বিঘ্নে।

About Author