Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রথমে এক মেয়ে, তারপর শিশু ও শেষে বৃদ্ধকে শিং দিয়ে গুঁতিয়ে ভয়ংকর আক্রমণ করল ক্ষিপ্ত মহিষ, ভিডিও ভাইরাল

Updated :  Thursday, January 12, 2023 10:45 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। আবার মাঝে মাঝে পশু পাখিদের ক্ষিপ্ত রূপের ভয়ংকর ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়। মোটামুটি সকলেই জানেন যে ষাঁড় খুব বিপদজনক এবং যেকোন সময় রাস্তায় মানুষের উপর আক্রমণ করে থাকে। এরকম অনেক ভিডিও এর আগে সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে। কিন্তু ষাঁড়ের তুলনায় অপেক্ষাকৃত মহিষরা সহজ সরল হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে ক্ষিপ্ত মহিষের ভয়ংকর কার্যকলাপ দেখা গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে মোটামুটি একটি ফাঁকা রাস্তায় একটি ক্ষিপ্ত মহিষ বেকাবু হয়ে দৌড়াচ্ছে। তাকে দৌড়ে আসতে দেখে ভয়ে একটি মেয়ে ঘরে ঢোকার চেষ্টা করলেও, শিংয়ের গুঁতোতে বাতাসে উড়ে মাটিতে পড়ে মেয়েটি। এরপর এখানেই না থেমে আরেকটি বাচ্চাকে গুঁতিয়ে দেয় ওই মহিষটি। এইসব দেখে এক বৃদ্ধ ব্যক্তি দোকানের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করলেও তার চেষ্টা ব্যর্থ করে শেষ মুহূর্তে এসে ওই মহিষটি তাকে গুঁতিয়ে বাতাসে তুলে ফেলে। এই ভিডিও দেখে রীতিমত হাড়হিম হয়ে গিয়েছে নেট জনতাদের।

ভিডিওতে মহিষের এই আক্রমণ দেখে মানুষ ভয় পেয়ে গেছে। কারণ মহিষকে এমন আক্রমণকারী হতে কেউ দেখেনি। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে sachin.raghav.naruli নামের পেজ থেকে। ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার লাইক পেয়েছে। ভিডিওটিতে মানুষ প্রচুর কমেন্টও করছেন।