Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বাধীনতা দিবসে ভারতের আকাশে ভারতীয় মানচিত্রের নকশা, ভাইরাল ভিডিও

Updated :  Saturday, August 15, 2020 3:45 PM

শ্রেয়া চ্যাটার্জি – আকাশে এখন পেঁজা মেঘের ভেলা।মাঝে মাঝে ঘনিয়ে আসছে বর্ষার কালো মেঘ। শিল্পীরা আকাশের মেঘের দিকে তাকিয়ে নানান রকমের আকৃতি খুঁজে পান। সাধারণ মানুষের চোখে সবসময় তা ধরা পড়েনা। কিন্তু স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেঘেরাও সেজেছে ভারতের মানচিত্রের আকারে।

অসাধারণ এক দৃশ্য এর সাক্ষী থাকলো ভারতবাসী। ভারতের স্বাধীনতা দিবসের দিনে ভারতের আকাশে দেখা যাচ্ছে ভারতের মানচিত্র। না কোনরকম প্রযুক্তিবিদ্যার খেল নয়, একেবারে প্রাকৃতিক নিয়ম। ভারতের আকাশে দেখা গেল ওই অসাধারণ ঘটনাটি। কিন্তু প্রকৃতির জানলো কি করে আজ ভারত মাতার মুক্তি হয়েছিল। দুষ্ট ইংরেজদের শৃংখল থেকে মুক্তি পেয়ে ভারত স্বাধীন হয়েছিল। কিন্তু সে কথা মেঘেদের কানেকানে কে বলল?

আজ আকাশে বাতাসে মুখরিত হচ্ছে স্বাধীনতার মন্ত্র। যে যার মতন করে আজকের দিনটি পালন করছেন।প্রত্যেক ভারতবাসীর মধ্যেই আজ একটাই মন্ত্র স্বাধীনতার মন্ত্র। জাতি, ধর্ম নির্বিশেষে তারা প্রত্যেকেই ভারতবাসী। বৈচিত্রের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে। তাই প্রকৃতিও তার মতন করেই মেতে উঠেছে। মেঘের মধ্যেই এঁকে দিয়েছে ভারতের মানচিত্রের এক ছবি।