Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেওর-বৌদির দেদার নাচ দেখলে আপনিও নেচে উঠবেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও, দেখুন

Updated :  Wednesday, June 21, 2023 3:31 PM

বিয়ে হোক বা যেকোনো অনুষ্ঠান, জমিয়ে নাচ গান না করলে আনন্দই মাটি। খাওয়া দাওয়ার পাশাপাশি দেদার নাচ নিমন্ত্রিতদের মাতিয়ে রাখে, ঠিক যেমনটা মাতিয়ে রেখেছে দেওর-বৌদির জুটি (Devar Bhabhi dance)।

ভাইরাল দুনিয়ায় ফের ভাইরাল দেওর বৌদির ধামাকাদার পারফরম্যান্স। দুইজনের জমকালো নাচ দেখলে আপনিও ঠিক থাকতে পারবেন না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে একদল যুবক দেদার নাচ করছে হরিয়ানভি ট্র্যাক ‘তু চিজ লাজাওয়াব’- গানে। পরে বৌদি এসে যোগ দেয়, ওই নাচ আরো জমে ওঠে। বৌদি মাথায় ঘোমটা দিয়েই দেওরের সঙ্গে কোমর দোলায়। ভিডিওটি এখন এতটাই হিট যে রীতিমত ভাইরাল হয়েছে।

এমনিতেই হরিয়ানভি গান নাচ ভীষণ হিট। এই ধরনের গান নাচ মানুষ পছন্দ করে কারণ এগুলো একেবারে কারেন্টের মতন। যে নাচতে জানে না সেও নাচবে এই গান একবার কানে এলে। ঠিক এই কারণেই আজকের বাজারে হরিয়ানভি শিল্পীদের ব্যাপক চাহিদা।

আপনারা হয়তো স্বপ্না চৌধুরীকে জানেন, যিনি নিজেই একজন হরিয়ানভি গানের শিল্পী। যেকোনো হরিয়ানভি গানে তিনি নেচে মঞ্চ মাতিয়ে দিতে পারেন। তাই হিন্দির পাশাপাশি হরিয়ানভি মিউজিক ভিডিওর কদর বাড়ছে। মানুষ ভাষা না বুঝলেও মিউজিকের তালে তালে এন্টারটেইনমেন্ট চালু রাখতে পারে। বিশেষত, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহারে এই ধরনের গান নাচের চাহিদা অনেক। বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই শিল্পীদের ডাক আসে। তারাই লাইভ নাচে গানে দর্শকদের মাতিয়ে রাখেন, এই যেমন দেওর বৌদির নাচের পারফরম্যান্স এখন ভাইরাল।