Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: রশ্মিকা মান্দানার ‘সামি সামি’ গানে নেচে ভাইরাল সুন্দরী যুবতী, গ্রামের মামারা দেখে পাগল

Updated :  Saturday, June 17, 2023 4:16 PM

কিছু মাস আগে বড় পর্দায় মুক্তি পায় পুষ্পা। ওই সিনেমার প্রায় সবকয়টি গানই হিট, তবে রশ্মিকা মান্দানার ‘সামি সামি’ গান আলাদা মাত্রা তৈরি করেছিল।যেকোনো পার্টি, ফাংশন, ক্লাবে চলতো ‘সামি সামি’ গান। এখনও এই গানের মার্কেট ভালো। ওই গানটিতে রশ্মিকা যেই ড্যান্স পারফরম্যান্স দিয়েছিলেন তা নিঃসন্দেহে দুর্দান্ত। ‘পুষ্পা’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে ওই সিনেমার গানগুলিকে সোশ্যাল মিডিয়ায় কিলবিল করতে দেখা গেছে। বহু মানুষ রিল বানিয়েছেন, ভিডিও করেছেন।

আবারও সেই ‘সামি সামি’ গানে রিল বানিয়ে ভাইরাল এক যুবতী। খোলা ছাদে একাকী ফোন নিয়েই পারফর্ম করেন ‘সামি সামি’ গান। ছবিতে অভিনেত্রী রশ্মিকা যেই স্টেপ তুলে নাচটি করেছিলেন, ভাইরাল হওয়া ভিডিওতে মেয়েটিও সেই একই স্টেপ করে গেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে মেয়েটি একটি কালো ক্রপ টপের সাথে একটি কালো এবং হলুদ স্কার্ট পড়েছেন। চুল খোলা, যেটুকু মেক আপ দরকার করেছেন। প্রথমেই স্কার্টটা কোমরে তুলে গুঁজে নিলেন, তারপর রশ্মিকা মান্দানার মত করেই নাচের স্টেপ তোলেন। সত্যি, ওই তরুণী রশ্মিকা মান্দান্নার জনপ্রিয় গান “সামি সামি”-তে তার অসাধারণ নাচের দক্ষতা প্রদর্শন করছে। তার দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের বিস্মিত করেছে, এবং বহু মানুষ মেয়েটির নাচের প্রশংসাও করেছে।

আজকের দিনে সোশ্যাল মিডিয়া হল একটা উপযুক্ত উন্মুক্ত প্ল্যাটফর্ম। প্রতিদিন অগণিত মানুষ সোশ্যাল মিডিয়ার পাতায় ভিজিট করেন। অনেকেই নিজেদের ক্যারিশমা প্রদর্শন করেন। কেউ নাচ তো কেউ গান তো কেউ কমেডি করে সোশ্যাল মিডিয়া জ্যাম করে রাখেন। সেরকম এই তরুণীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এবং লাইক শেয়ার বাড়ছে।