ভাইরাল & ভিডিও

‘ম্যায় দুনিয়া ভুলা দুঙ্গা’, কুমার শানুর গানে লিপ মেলালো কিলি পল, যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

ভিডিওটি ইতিমধ্যেই লাইক করেছেন ১.৩ মিলিয়নের কাছাকাছি মানুষ

Advertisement

বর্তমান যুগে গোটা দুনিয়াতে ট্রেন্ডে রয়েছে শর্ট ভিডিও বানানো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মত জনপ্রিয় সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপে শর্ট ভিডিও বানানোর ফিচার চলে এসেছে। আমাদের দেশে বিভিন্ন হিন্দি বা আঞ্চলিক গানের লিপসিং করে অনেক কনটেন্ট ক্রিয়েটার জনপ্রিয়তা পেয়েছেন। তবে সম্প্রতি হিন্দি গান এবং বলিউডের প্রেম ছড়িয়ে গেছে আন্তর্জাতিক মহলে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে রয়েছেন তানজানিয়ার যুবক কিলি পল। বেশিরভাগ সময় নিজের বোন নিমার সাথে বলি স্টাইলে ভিডিও বানিয়ে ভারতীয়দের অগাথ ভালোবাসা পেয়েছেন তিনি।

কথায় রয়েছে, “সঙ্গীতের কোনো সীমানা নেই। ভাষা, ধর্ম সবকিছুর উর্ধ্বে সঙ্গীত।” এই কথা যে একশোভাগ সত্য তার প্রমাণ এই তানজানিয়ার ওই যুবক। তিনি হিন্দি ভাষা না বুঝেও বলি জগতের প্রেমে পড়েছেন। ২১ নভেম্বর প্রথম কিলির ভিডিও ভাইরাল হয়েছিল ভারতে। ওই ভিডিওতে ‘শেরশাহ’ ছবির ‘রাতেন লম্বিয়া’ গানে লিপ মিলিয়েছিলেন কিলি পল ও তাঁর বোন নিমা। তারপর থেকে কখনো তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিন্দি গানে লিপ মিলিয়ে গোটা ভারতবর্ষের মন জয় করে নিয়েছেন ওই যুবক।

ইনস্টাগ্রাম খুললেই এতদিন দেখা যেত কিলি কখনও অরিজিৎ সিং বা কখনও জুবিন নতিয়ালের গানে ভাইরাল হয়েছেন। তবে সম্প্রতি কিলি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে ওই তানজানিয়ান যুবক কুমার শানুর জনপ্রিয় গান, “ম্যায় দুনিয়া ভুলা দুঙ্গা” গানে লিপ মিলিয়েছেন। সেইসাথে ভিডিওর ক্যাপশন দিয়ে লিখেছেন, “ভারতের পুরনো গান খাঁটি সোনা। ক্লাসিক্যাল মিউজিক সত্যিই সুন্দর। আশা করি আপনাদের সবার পছন্দ হবে।” এই ভিডিও পোস্ট করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে।

কিলি পলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা চোখের পলকে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিওটি অগুনতি মানুষ দেখে নিয়েছেন। এছাড়া ভিডিওটি লাইক করেছেন প্রায় ১.৩ মিলিয়নের কাছাকাছি মানুষ। কিলির হিন্দি গানের প্রতি এমন ভালোবাসা দেখে প্রশংসা করেছেন অনেক ভারতীয় নেটিজেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে কিলির ভিডিও বারংবার ভাইরাল হওয়ার পর তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ভারতের লোকেরা আমাদের ভালোবাসা নিচ্ছে, আমরা তাতে কৃতজ্ঞ। সঙ্গীতের কোনো সীমানা নেই। ভারতীয়রা চায় আমরা আরও ভিডিও করি। আমরা তাই করব। সঙ্গীত মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে।”

Related Articles

Back to top button