Viral Video: কুমির তো নয় যেন ডাইনোসর! ধরতে গিয়ে যা ঘটল… শিউরে উঠবেন ভিডিও দেখে

সিনেমার পর্দায় ডাইনোসরের দাপট দেখে যেমন শিরদাঁড়া সোজা হয়ে যায়, তেমনই বাস্তবের এক কুমির ধরার ভিডিও নেটিজেনদের মধ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। এক ব্যক্তি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বিশাল আকৃতির কুমিরকে খালি হাতে ধরে ফেলেছেন। আর সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
সিনেমার মতো দৃশ্য
ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি প্রথমে নৌকা থেকে নেমে কুমিরটিকে লক্ষ্য করেন। কুমিরটিও তাকে দেখেই তেড়ে আসে। সাধারণ মানুষ হলে ভয়ে দৌড়াতেন, কিন্তু এই ব্যক্তি বিন্দুমাত্র ভয় পাননি। সাহস সঞ্চয় করে ঝোপের মধ্যে ঢুকে পড়েন এবং কুমিরটির ঘাড় চেপে ধরে ফেলেন। জানা যায়, কুমিরের চোয়াল একবার কারও উপর বন্ধ হয়ে গেলে ছাড়া পাওয়া প্রায় অসম্ভব। তাই ঘাড় ধরে রাখাই ছিল একমাত্র নিরাপদ উপায়। অবশেষে তিনি কুমিরটিকে কাবু করতে সক্ষম হন এবং নিজের সাফল্যে আনন্দ প্রকাশ করেন।
কুমির—আধুনিক যুগের ডাইনোসর
বিশেষজ্ঞরা বহুবার কুমিরকে আধুনিক যুগের ডাইনোসর বলে আখ্যা দিয়েছেন। এরা সুযোগ পেলেই আক্রমণ করে এবং শিকারকে মুহূর্তে শেষ করে দিতে সক্ষম। তাই কুমিরের কাছে যাওয়া বা তাকে খালি হাতে ধরা জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তবুও ভিডিওতে ধরা পড়েছে এক অনবদ্য সাহসিকতার পরিচয়, যা দর্শকদের মনে বিস্ময় তৈরি করেছে।
ভাইরাল ভিডিওতে নেটিজেনদের প্রতিক্রিয়া
এই রোমাঞ্চকর ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে therealtarzann নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই এটি প্রায় ৪.৮ মিলিয়ন বার (৪৮ লক্ষ বার) দেখা হয়েছে। দুই লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন এবং অসংখ্য মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ওকে সত্যিই ডাইনোসরের ভাইয়ের মতো লাগছে।” অন্যজন লিখেছেন, “সাহস সবার থাকে না, এই ব্যক্তিকে স্যালুট।” তবে অনেকে সতর্কবার্তাও দিয়েছেন যে, এ ধরনের প্রাণীর সঙ্গে কাছাকাছি গিয়ে খেলা একেবারেই উচিত নয়, কারণ মুহূর্তের ভুলে প্রাণহানি ঘটতে পারে।
বিতর্ক ও সতর্কবার্তা
যদিও ভিডিও দেখে অনেকেই উচ্ছ্বসিত, বিশেষজ্ঞদের মতে এ ধরনের কাজ বিপজ্জনক এবং অনুকরণযোগ্য নয়। কুমির একাধিকবার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, তাই এমন সাহসিকতা যতই প্রশংসনীয় হোক, এটি মারাত্মক ঝুঁকি বহন করে।
View this post on Instagram