অনন্য মাতৃত্বের নজির! ছানা বাঁচাতে বিষধর সাপের সাথে লড়াই মা মুরগির, ভাইরাল ভিডিও
নিজের জীবনের পরোয়া না করে সন্তানদের বাঁচানোর জন্য সাপের সাথে টক্কর দিয়ে লড়াই করে মা মুরগিটি
সরীসৃপ প্রজাতির সাপকে দেখলে গা শিউরে ওঠে না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোনো ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোনো মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে।
তাই মানুষ থেকে শুরু করে বিভিন্ন জন্তু-জানোয়ার এই সাপের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই বিভিন্ন সাপের ভিডিও ভাইরাল হয়ে থাকে। তবে সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনার চোখে জল চলে আসবে। কি ছিল এমন ওই ভিডিওতে? সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি বিষধর সাপ এবং একটি মুরগির দুর্ধর্ষ লড়াই। মাতৃত্বের বলে বলিয়ান হয়ে ওই মুরগিটি সন্তানদের বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া না করে বিষধর সাপের সাথে লড়াই করেছে।
আসলে একটি মুরগি ডিমে তা দেওয়ার জন্য বসেছিল খামারে। সেখানে হঠাৎ করেই ওই ডিম খাওয়ার জন্য চলে আসে কুচকুচে কালো একটি বিষধর সাপ। তবে সাপটিকে দেখে ডিম ছেড়ে না পালিয়ে সাপের সাথে সম্মুখসমরে অবতীর্ণ হয় ওই মা মুরগিটি। নিজের জীবনের পরোয়া না করে সন্তানদের বাঁচানোর জন্য সাপের সাথে টক্কর দিয়ে লড়াই করে সে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই চোখের পলকে তা ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে এই ভিডিওটি একটি অফিশিয়াল পেজ থেকে আপলোড করা হয়। ভিডিওটি পোস্ট করার সাথে সাথে তা ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। সিংহভাগ নেটিজেন ওই মা মুরগির সাহসিকতা এবং মাতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে কমেন্ট করে লিখেছেন যে একমাত্র একটি মা নিজের জীবনের পরোয়া না করে সন্তানের জন্য যেকোনো বিপদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এখন এই রিল ভিডিও।