Viral: বিয়ের মঞ্চে দাঁড়িয়ে বরের থেকে মালা পরতে নারাজ নববধূ, ভাইরাল ভিডিও নেটদুনিয়ায়
ইতিমধ্যেই ৮ লাখের কাছাকাছি মানুষ পছন্দ করেছেন ভিডিওটিকে
আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই দুটি জিনিস ছাড়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব। তাছাড়া বর্তমানে লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষ বেশি করে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মুহুর্মুহু পোস্ট হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটে। এখনকার দিনের ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকার এই শর্ট ভিডিওর দিওয়ানা হয়ে গেছে।
এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন বিয়েবাড়ির ভিডিও। বিয়েবাড়িতে বর বউয়ের রোমান্টিক দৃশ্য হোক কি আত্মীয় স্বজনের হাস্যকর কার্যকলাপ মুঠোফোনে বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে অনেকেই। সেইসব ভিডিও ভাইরালও হয় প্রচুর। বর্তমানে চলছে বিয়ে বাড়ির সিজন। তাই সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন বিয়েবাড়ির খুনসুটি বা হাসি হুল্লোরের ভিডিও চোখের সামনে চলে আসছে। সম্প্রতি বিয়েবাড়ির একটি ভিডিও ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির এক বিয়েবাড়িতে বর এবং নববধূ মালাবদল পর্ব শুরু করেছে। নতুন বর খুব সুন্দর একটি শেরওয়ানি পরেছে এবং নববধূর পরনে রয়েছে লাল টুকটুকে লেহেঙ্গা। মালাবদলের সময় রসিকতা করে নববধূ সরে যায়। প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার মালা পরাতে গেলে নববধূ তুখর জিমন্যাস্ট এর মত কোমর থেকে নিজের শরীরকে পিছনের দিকে বাঁকিয়ে অদ্ভুত কেরামতি দেখায়। তারপর অবশ্য শেষ পর্যন্ত সে হাসিমুখে মালা পরে নেয়। নববধূর এমন কীর্তি অবাক করে দিয়েছে নেটিজেনদের।
ভাইরাল এই ভিডিওটি দিল্লির মেকআপ আর্টিস্ট পারুল গর্গ তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্ট করে জানতে চায় নববধূ কি কোনো প্রফেশনাল জিমন্যাস্ট? তবে অনেকেই কমেন্ট করে ওই জুটির আগামী দিন ভালো যাওয়ার আশীর্বাদ দেন। ভিডিওটি ইতিমধ্যেই ৮ লাখের কাছাকাছি মানুষ পছন্দ করেছেন। অনেকেই নববধূকে অ্যাকশন সিনেমা “ম্যাট্রিক্স” এর নাম দিয়েছে।