Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেলিংয়ের ধারে থাকা বাচ্চার দিকে এগিয়ে গেল হাতির পেল্লাই শুঁড়, হইহই করে উঠলেন সবাই

Updated :  Saturday, September 30, 2023 4:17 PM

খুব সুন্দর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চিড়িয়াখানার খাঁচার ভেতরে একটি হাতি দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখা যায় সে তার শুঁড় দিয়ে পাকিয়ে কিছু একটা তুলল। আসলে হাতির ঠিক কাছে পড়ে গিয়েছিল এক খুদের জুতো। এমন পরিস্থিতিতে দেরি না করে সেই জুতো ফিরিয়ে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে হাতিটি।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অল্প সময়ে। ভাইরাল হওয়া এই ভিডিও দেখার পর মানুষও এই হাতির প্রশংসা করছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে একটি হাতি এক শিশুর জুতা ফিরিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি নিয়ে অনেকে অনেকরকম মন্তব্য করেছেন। এই হাতিটির উপস্থিত বুদ্ধি দেখে নেটিজেনরা এক কথায় বিস্মিত হয়েছেন।

এই ভিডিওটি শেয়ার করেছেন সুশান্ত নন্দা। সুশান্ত একজন ফরেস্ট অফিসার। শেয়ার করার সময় তিনি লিখেছেন- এটি একটি চমৎকার কাজ।

ভিডিওটি হাজার হাজার ভিউ পেয়েছে। সেই সঙ্গে এই ভিডিওতে অনেকের মন্তব্যও দেখা যাচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন- হাতি আসলে সবার সঙ্গী। আরেকজন মন্তব্য করেছেন, ‘এর চেয়ে মিষ্টি হাতি আমি আর দেখিনি।’ কেউ বা বলেছেন যে জীব জন্তুকে খাঁচা থেকে মুক্ত করা দরকার।