শ্রেয়া চ্যাটার্জি – বাংলা ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইতে তো অনেকেই শুনেছেন কিন্তু সংস্কৃত ভাষায় রবীন্দ্রসংগীত গাইতে কাউকে শুনেছেন? উত্তরটা যদি না হয় তাহলে অবশ্যই শুনে নিন এই কন্যার গান। ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গানটি সংস্কৃত ভাষায় গিয়ে তাক লাগিয়ে দিলেন এই কন্যা।
রবীন্দ্রনাথ হলেন বিশ্বকবি। রবীন্দ্র সংগীত, হিন্দি, ইংরেজি অনেক ভাষাতেই গাওয়া হয়েছে। রবীন্দ্রসংগীত প্রত্যেকের আত্মার গান। এই গানকে প্রত্যেকে নিজের করে নিয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক কন্যা যে নিজের মতন করে সংস্কৃত ভাষায় ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গানটিকে গেয়েছেন। শিল্পীর নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব পরিবেশনায় গানটি অসাধারণ হয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে শিল্পীর সুপ্ত প্রতিভা এখন বিশ্ব দরবারে খুব সহজেই পৌঁছে যায়। প্রশংসায় তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। অনেকেরই ধারণা সোশ্যাল মিডিয়া শুধু নতুন প্রজন্মকে ক্ষতির দিকে ঠেলে দেয়। কিছু ক্ষেত্রে এই কথা ঠিক হলেও সব সময় যে তা ঠিক না, তা এই ভাইরাল ভিডিও প্রমাণ করে।