Viral Video- ‘কিসিকো খুদখুশি কা রোগ হো তো কেয়া কারে’এর তালে ট্রেনের মধ্যেই নাচ এই যুবতীদের, রইল ঝলক

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

বন্ধুত্ব প্রতিটা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। বন্ধু ছাড়া এগিয়ে চলা বেশ কঠিন। তবে যদি নিজের কাছের বন্ধুদের সাথেই দূরে কোথাও অর্থাৎ পাহাড়ে কিংবা সমুদ্রে ঘুরতে যাওয়া যায় তাহলে, আর আনন্দের শেষ থাকেনা। সেক্ষেত্রে বাঁধভাঙা খুশি বয়ে চলে সর্বক্ষণ। সম্প্রতি তারই এক ঝলক টুইটারের মাধ্যমে ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল ঝলক, দেখে নিন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দূরপাল্লার ট্রেনে আট-নয়জন বন্ধুকে একসাথে ঘুরতে যেতে দেখা গিয়েছে। খুব সম্ভবত প্রথমবারের জন্যই একসাথে ঘুরতে যাচ্ছিলেন তারা। অন্তত ভিডিওতে তাদের উচ্ছ্বাস দেখে সেকথাই মনে হচ্ছিল। এই ভাইরাল হওয়া ভিডিওতেই তাদের ভরা ট্রেনে অন্যান্য যাত্রীদের সামনেই ‘কিসিকো খুদখুশি কা রোগ হো তো কেয়া কারে’র তালেই রিল বানাতে দেখা গিয়েছিল। তারা যে আনন্দে মত্ত হয়েছিল, সেকথা তাদের দেখেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এই ভিডিও ‘হোয়াই দাহি (হিমেশ ভার্সন)’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে গত ৫’ই মে। বর্তমানে যেটি রীতিমতো ভাইরাল নেটজনতার একাংশের মাঝে।

বলাই বাহুল্য, সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি নেটজনতার একাংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ তাদের আনন্দে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আবার কেউ উৎসাহিত করেছেন তাদের। অনেকে কটাক্ষের তীরে বিদ্ধও করেছেন এই যুবতীদের। উল্লেখ্য সম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি যে টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে, সেখানেও ট্রোল ভিডিও হিসেবেই শেয়ার করা হয়েছে এটি। অবশ্য সেকথা ক্যাপশনে নজর রাখলেই স্পষ্ট হবে।