Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: গাড়ী চালানো অবস্থায় স্ট্রিয়ারিং খুলে বন্ধুর হাতে দিয়ে দিল এই যুবক, দেখে হকচকিয়ে গেল সকলে

Updated :  Wednesday, April 19, 2023 9:00 AM

সোশ্যাল মিডিয়ার পাতায় সর্বদা কিছু না কিছু ভাইরাল হতেই থাকে। সেইসমস্ত ভাইরাল হওয়া পোস্টের মধ্যে অধিকাংশই মনোরঞ্জনের স্বার্থে দৃষ্টি আকর্ষণ করে থাকে নেটজনতার। তবে এমন অনেক ঝলকই ভাইরাল হয়, যা শুধুমাত্র শেয়ার হয় ভাইরাল হওয়ার স্বার্থেই। আপাতত, তেমনই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে একটি গাড়ির মধ্যেকার দৃশ্য দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে দুই যুবককে। একজন গাড়ি চালাচ্ছিলেন আর অন্যজন বসেছিলেন তার পাশেই। এরপরই ড্রাইভার সিটের পাশে বসে থাকা যুবককে বলতে শোনা যায়, এবার তিনিই গাড়ি চালাবেন। এরপরই ঘটে বিপত্তি। যে যুবক গাড়ি চালাচ্ছিলেন তিনি হঠাৎ করেই স্ট্রিয়ারিং খুলে হাতে ধরিয়ে দেন বন্ধুর। খুব স্বাভাবিকভাবেই এই ঝলক পাশে বসে থাকা যুবকটির পাশাপাশি চমকে দিয়েছে নেটজনতার একাংশকেও। সেকথা অবশ্য আলাদাভাবে বলার নয়। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই সেই ঝলক মিলবে। উল্লেখ্য, হার্ষ নামের এক যুবকের ইনস্টা অ্যাকাউন্ট থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে এই রিল ভিডিওটি।

এই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে, যা চমকে দিয়েছে অনেককেই। পাশাপাশি নজর টেনেছে নেটনাগরিকদের। পুরো ব্যাপারটাই যে মজার ছলে ঘটেছে, তা আর আলাদাভাবে বলার নয়। তবে শেষপর্যন্ত কি ঘটেছিল, তা আর দেখা যায়নি ভিডিওতে। সত্যিই সে স্ট্রিয়ারিং খুলে তার হাতে ধরিয়ে দিয়েছিল কিনা! সেকথা স্পষ্টভাবে বুঝতে পারেননি অনেকেই। তবে বেশিরভাগই এই ঝলককে মজার ছলে নিয়েই আনন্দ উপভোগ করেছেন।