VIRAL: চিনা অ্যানিমেল পার্কে গাড়ি থেকে নামতেই এক মহিলাকে আক্রমন করল বিশাল বাঘ, হাড়হিম করা ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়াতে প্রায় ভাইরাল হয় পশু আক্রমনের ভয়াবহ ভিডিও
আজকাল পৃথিবীর প্রত্যেকটি দেশে ফ্লোরা ও ফণা সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে সরকার বেশকিছু ওয়াইল্ড লাইফ পার্ক তৈরি করে। এই সমস্ত ন্যাশনাল পার্কে সেই অঞ্চলের সমস্ত বন্য প্রাণী বসবাস করে। এই জঙ্গলের কোর এলাকার বাইরে একটি জঙ্গলের অংশ থাকে, যাতে সাধারণ মানুষ গাড়ি নিয়ে ভ্রমণ করতে পারেন। এই অঞ্চলেও হিংস্র বন্য প্রাণী পাওয়া যায়। এমনই একটি ওয়াইল্ড লাইফ রিজার্ভ ফরেস্ট রয়েছে চিনে। বেইজিংয়ের কাছে বাদালিং ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড অ্যানিমেল পার্ক বেশ জনপ্রিয়। কিন্তু এই পার্কে ২০১৬ সালে হয়েছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। আর সেই ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। কি ঘটেছিল? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে বেইজিংয়ের কাছে বাদালিং ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড অ্যানিমেল পার্কে। এক মহিলাকে পড়তে হয়েছিল বিশাল বাঘের সামনে। সম্প্রতি এই হাড়হিম করা ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা ওই ওয়াইল্ডলাইফ অ্যানিমেল পার্কের মাঝে গাড়ি থেকে নেমে ড্রাইভারের সাথে কিছু কথা বলছেন। এমন সময় পিছন থেকে একটি বিশাল বাঘ তাকে টেনে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। তাঁকে বাঁচাতে পরিবারের লোক বেরোলেও কোনো লাভ হয়নি। গুরুতর জখম হওয়ার পর ওই মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ভিডিও দেখে রীতিমত চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেট নাগরিকদের। ভয়ঙ্কর ভিডিওটি অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় ৬ লাখ মানুষ টুইটার ব্যবহারকারীর ভিডিও দেখেছেন। প্রচুর মানুষ ভিডিওটিতে কমেন্ট করে বাঘের ভয়াবহতা সমন্ধে বক্তব্য রেখেছেন। আপনি যদি এই ভয়াবহ ভিডিওটিকে দেখতে চান, তাহলে এখানেই দেখে নিন।
Oh Shit pic.twitter.com/MG195HihOH
— Terrifying As Fuck (@TerrifyingAsfuk) January 20, 2023