Viral: চাকা ছাড়াই চালানো হল গাড়ি, এক বাইক আরোহীর সূত্রেই ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘এক্স’এর ‘রাজেশ শাহ’ নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। এই ঝলকে চোখ রেখেই রীতিমতো বিস্মিত হচ্ছেন একাংশ। আপাতত, এই ঝলক এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এক বাইক আরোহীর সূত্র ধরেই একাংশের মাঝে চর্চায় উঠে এসেছে এই ঝলক।

ঝলকের শুরুতেই দেখা যাচ্ছে চাকা ছাড়াই এক ব্যক্তি টেম্পু নিয়ে সোজা রাস্তা দিয়ে নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছেন। আর সেই পুরো ব্যাপারটি পিছন থেকে ক্যামেরাবন্দি করেছিলেন এক বাইক আরোহী। ঝলকে দেখা যাচ্ছে টেম্পুর পিছনের ডান দিকের চাকা না থাকায় সেটি একটি বড় কাঠের পাঠাতন দিয়ে আটকে রাখা হয়েছে, আর যার উপর ভর করেই নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছিল টেম্পুটি। এই দৃশ্য দেখে নিঃসন্দেহে অবাক হয়েছেন অধিকাংশই। একাংশের মত, এমন কাজ সত্যিই বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এগুলো স্কুলে শেখানো না হলেও, যে যথেষ্ট নজর কাড়ার মতই বিষয়, তা বলাই বাহুল্য।