Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: রাস্তায় ভোজপুরি গানে ধামাকা নাচ, মহিলার নাচ দেখে থেমে গেল বাস, ভিডিও ভাইরাল

Updated :  Wednesday, September 10, 2025 9:07 AM
Viral Video

রাস্তায় হঠাৎ থেমে গেল বাস। কারণ? এক মহিলার প্রাণখোলা নাচ। ভোজপুরি গানে শাড়ি পরিহিতা সেই মহিলার নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়েছে, কখনও মজা, কখনও সমালোচনা—দুইভাবেই প্রতিক্রিয়া দিচ্ছেন ব্যবহারকারীরা।

কী ঘটেছিল?

ভিডিওতে দেখা গিয়েছে, মনোজ তিওয়ারির একটি জনপ্রিয় ভোজপুরি গান বাজতে শুরু করতেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাচ শুরু করেন মহিলা। তিনি এতটাই মগ্ন ছিলেন যে পিছন থেকে আসা গাড়ির দিকেও তাকাননি। নিরাপত্তার স্বার্থে বাস চালক গাড়ি থামিয়ে দেন। এ দৃশ্য দেখে যাত্রীরা জানালা দিয়ে উঁকি দিয়ে মহিলার নাচ উপভোগ করতে শুরু করেন।

ভাইরাল হওয়ার কাহিনি

এই ভিডিওটি পশ্চিমবঙ্গের বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে tina143khan নামে একটি আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ইতিমধ্যেই এটি ৯০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং এক লক্ষেরও বেশি মানুষ লাইক করেছেন। ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই নানা রকম মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স।

ব্যবহারকারীদের প্রতিক্রিয়া

কেউ মজা করে লিখেছেন, “থামুন বোন, নাগমণি নেওয়ার পরই কি আপনি রাজি হবেন?” অন্য একজনের মন্তব্য, “বাস চালকের ব্রেক লাগানো উচিত হয়নি।” আরেকজন লিখেছেন, “পুরো বাস সম্প্রদায়ের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।” এমনকি এক ব্যবহারকারী হাস্যরসের ছলে লিখেছেন, “বাস চালক নিশ্চয়ই বলছেন যে ভাড়া আদায় করা হয়ে গিয়েছে।”

ভাইরাল ট্রেন্ড নাকি সমস্যা?

আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য অনেকেই রাস্তায় নাচ বা নানা রকম স্টান্ট করে থাকেন। কেউ তা মজার ভাবে নেন, কেউ আবার এটিকে অস্বস্তিকর পরিস্থিতি হিসেবে দেখেন। বিশেষজ্ঞদের মতে, রাস্তায় নাচ বা বিপজ্জনক স্টান্ট মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে ভাইরাল হওয়ার মোহে এমন ঘটনা ক্রমেই বাড়ছে।

 

View this post on Instagram

 

A post shared by Tina Tina (@tina143khan)