লক্ষ্মী এল ঘরে, খুশির খবর জানাল বিরাট কোহলি, দেখুন বিরাটের মেয়ের ছবি

বহু প্রতীক্ষার অবসান। অবশেষে বাবা হলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। আজ, সোমবার (Monday) একটি কন্যাসন্তানের (Baby Girl) জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ক্যাপ্টেন…

Avatar

বহু প্রতীক্ষার অবসান। অবশেষে বাবা হলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। আজ, সোমবার (Monday) একটি কন্যাসন্তানের (Baby Girl) জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ক্যাপ্টেন কোহলি নিজেই তাঁর বাবা এবং অনুষ্কার মা হওয়ার খবর টুইট করে সকলকে জানিয়েছেন।

মা ও সদ্যোজাত কন্যাসন্তান দুজনেই সুস্থ এবং ভাল আছেন বলে জানা গিয়েছে। এই ফুটফুটে কন্যাসন্তানের আগমনের কারণে কোহলি এবং শর্মা পরিবারে খুশির হাওয়া বইছে। শুভেচ্ছাবার্তায় ভাসছেন বিরুষ্কা। শুধু ক্রিকেট জগতে বা অভিনয় জগত নয়, তাদের অনুরাগীরাও তাদেরকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।

লক্ষ্মী এল ঘরে, খুশির খবর জানাল বিরাট কোহলি, দেখুন বিরাটের মেয়ের ছবি

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কা ও সাইফিনার মধ্যে কার সন্তান আগে হবে, তা নিয়ে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল করিনা কাপুর খান এবং অনুষ্কা শর্মার অনুরাগীদের মধ্যে। পৃথিবীর আলো না দেখা দুটি প্রাণকে নিয়ে প্রতিযোগিতায় মশগুল হয়েছিলেন অনেকেই। কিন্তু তাতে কর্ণপাত করেননি সাইফিনা এবং বিরুষ্কা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিরাট-অনুষ্কার পরিবারেই আগেই এল তাদের প্রথম কন্যাসন্তান।