Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kohli-Anushka: অনুষ্কার সাথে প্রথম সাক্ষাতের স্মৃতি কেমন ছিল? মুখ খুললেন বিরাট কোহলি

Updated :  Sunday, March 12, 2023 11:09 AM

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বলিউডের সম্পর্ক যেন জন্ম জন্মান্তর। একের পর এক ভারতের তারকা ক্রিকেটার বিভিন্ন সময়ে বলিউড অভিনেত্রীদের প্রেমে ক্লিন বোল্ড হয়েছেন। এমনকি একাধিক তারকা ক্রিকেটার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রীর সাথে। সেই তালিকায় সবচেয়ে আলোচিত জুটি হলো ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা। দীর্ঘ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ানোর পর অবশেষে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি।

তবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির প্রেমে পড়ার গল্প প্রায় সবারই অজানা। আর আমরা এই নিবন্ধে আপনাদের জানাতে চলেছি কিভাবে অনুষ্কা শর্মার সাথে সম্পর্ক গড়ে উঠেছিল ভারতের প্রাক্তন অধিনায়কের। সোশ্যাল মিডিয়া দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলি নিজেই জানিয়েছেন তার জীবনের চরম সত্যতা। কিভাবে অনুষ্কা শর্মার সাথে তার পরিচয় ঘটে সেই বিষয়ে নিজেই জানিয়েছেন বিরাট কোহলি।
Kohli-Anushka: অনুষ্কার সাথে প্রথম সাক্ষাতের স্মৃতি কেমন ছিল? মুখ খুললেন বিরাট কোহলি

সাক্ষাৎকারে বিরাট কোহলি জানান, শুটিংয়ে গিয়ে অনুষ্কা শর্মার সাথে প্রথমবারের জন্য সাক্ষাৎ হয়েছিল তার। বিরাট বলেন, “একটি বিজ্ঞাপন শ্যুটের সময় আমাদের আলাপ হয়। শ্যাম্পুর বিজ্ঞাপন ছিল। আমার ম্যানেজার বান্টি আমাকে জানায় যে, আমার সঙ্গে অনুষ্কা শর্মা থাকবে শুটিংয়ে। কথাটা শুনে সত্যিই আমি ঘাবড়ে গিয়েছিলাম। একজন পেশাদার অভিনেত্রীর সামনে কিভাবে অভিনয় করব তাই চিন্তা করছিলাম।’

তিনি আরও বলেন, ‘নিজেকে হালকা রাখার জন্য আমি অনুষ্কা শর্মার সামনে জোকস্ বলতে শুরু করেছিলাম। আমার করনীয় কি আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। নিজের উপর অনেকটা চাপ রয়েছে সেটা বুঝতে পেরেছিলাম। এরপর অনুষ্কার সামনে জোকস্ বলার পর আলাপ ঘটে আমাদের মধ্যে। এরপর দিল্লিতে আমরা একাধিক বার সাক্ষাৎ করেছি। সেখান থেকে আমাদের কথাটি সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে। আর এর পরের কাহিনী অবশ্য সবারই জানা।’