Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পিতৃকালীন ছুটি কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরবেন বিরাট, বন্ধ ঘরে তাই জোরকদমে চলছে অনুশীলন

Updated :  Friday, January 29, 2021 6:57 PM

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে পরাজয়ের পর দেশে ফিরে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যে তিনি এক কন্যাসন্তানের বাবা হয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু হওয়ার আগে তিনি আবারও অধিনায়ক হিসেবে দলে ফিরে এসেছেন। আপাতত চেন্নাইয়ের লীলা প্যালেস হোটেলে ঘরের মধ্যেই তিনি অনুশীলন শুরু করে দিয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হওয়ার আগে হোটেলের ঘরে কোয়ারান্টাইন পর্বকে সবথেকে বেশি কাজে লাগাচ্ছেন বিরাট কোহলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাট একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চেন্নাইয়ে হোটেলের ঘরের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আপাত ৬ দিনের কোয়ারান্টাইন পর্ব কাটাচ্ছেন।

ইনস্টাগ্রাম পোস্টের ওই ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘কোয়ারান্টাইনের এই দিনগুলোয় জিমের উপকরণ থাকার পাশাপাশি গান শোনাটাও যথেষ্ট দরকার। যদি কেউ চায়, তাহলে যে কোনও জায়গাতেই কাজ শুরু করা যেতে পারে। আশা করি, সকলের এই দিনটা ভাল কাটবে।’

https://www.instagram.com/p/CKnsxNWAzNl/?utm_source=ig_web_copy_link

ভারত বনাম ইংল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ় আয়োজন করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দুটো টেস্ট ম্যাচ দক্ষিণ ভারতের এই শহরেই আয়োজন করা হবে। তবে শেষ দুটো ম্যাচ আয়োজন করা হবে আমেদাবাদে। এরমধ্যে আবার একটা দিন-রাতের টেস্ট ম্যাচও রয়েছে।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুসারে, চলতি সপ্তাহের শুরুর দিকেই ভারতীয় ক্রিকেট দল চেন্নাই চলে এসেছিল। ভারত এবং ইংল্যান্ড দুটো দলকেই লীলা প্যালেস হোটেলে রাখা হয়েছে।

কোভিড পরবর্তী সময়ে এই ইংল্যান্ড সফর দিয়েই ভারতের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে। ভারতের মাটিতে টেস্ট সিরিজ়ের পাশাপাশি ইংল্যান্ডকে পাঁচটি একদিনের ম্যাচ এবং তিনটে টি-২০ ম্যাচ খেলতে হবে। এই টেস্ট সিরিজ়টা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অন্তর্ভূক্ত।