জন্মদিনে অনুষ্কাকে আদর করে কেক খাইয়ে দিচ্ছেন বিরাট, ভাইরাল ভিডিও

কিং খানের পর দুবাই জমে উঠলো বিরাট কোহলির জন্মদিনে। ৫ ই নভেম্বর ৩২ এ পা রাখলেন বিরাট। সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কাকে নিয়ে জমিয়ে সেলিব্রেট করলেন ৩২ এর জন্মদিন। দুবাইতে IPL 2020…

Avatar

কিং খানের পর দুবাই জমে উঠলো বিরাট কোহলির জন্মদিনে। ৫ ই নভেম্বর ৩২ এ পা রাখলেন বিরাট। সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কাকে নিয়ে জমিয়ে সেলিব্রেট করলেন ৩২ এর জন্মদিন। দুবাইতে IPL 2020 চোলছে তাই স্ত্রীকে সঙ্গে নিয়েই দুবাইতে রয়েছেন বিরাট। তবে বিরাটের ৩২-এর বছরের জন্মদিনের সেলিব্রেশনে নজর ছিল অনুষ্কার উপর। অন্তঃসত্ত্বা অবস্থায় গ্যালারিতে বসে বিরাটকে উৎসাহ দিতে বহুবার অনুষ্কা পৌঁছে গেছেন গ্যালারিতে। তাই এবারের ফোকাসও ছিল অনুষ্কাকে ঘিরে। এদিন বিরাট স্ত্রীর পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থদের সঙ্গে কেক কেটে আনন্দে মেতে ওঠেন। সেই ভাইরাল ভিডিও রইল আপনাদের জন্য যেখানে বিরাট কেক খাইয়ে দিচ্ছেন অনুষ্কাকে পাশাপাশি অনুষ্কার কপালে চুম্বন করে আলতো আদর বিরাটের। দেখুন…।।

অগণিত ভক্তরা বিরাটকে শুভেচ্ছা জানিয়েছে, এবং এঁদের পাশাপাশি সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণরাও শুভেচ্ছা জানিয়েছেন এই হবু বাবাকে।