Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পর্দার সেই ছোট্ট রাধাকে এখন দেখলে অবাক হবেন, ১৯ বছর বয়সে এমন দেখতে হয়েছে, দেখুন ছবি

Updated :  Monday, July 17, 2023 8:48 PM

টেলিভিশন পর্দায় সম্প্রচারিত কিছু কিছু ধারাবাহিক মানুষের মনে দাগ কেটে যায়। মনে থেকে যায় দীর্ঘসময়। আর তেমনি একটি ধারাবাহিক হল ‘জয় শ্রী কৃষ্ণ’। রামানন্দ সাগরের ছেলে মতিলাল সাগর প্রযোজিত এই ভক্তিমূলক ধারাবাহিক শুরু থেকে শেষপর্যন্ত দর্শকদের নজর টিকিয়ে রেখেছিল। এই ধারাবাহিকের সেই ছোট্ট কৃষ্ণ ও রাধাকে আজও মনে রয়েছে দর্শকদের। তবে বর্তমানে তারা বয়সে ও উচ্চতায় আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। উল্লেখ্য ধারাবাহিকে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতেন মেঘান জয়দেব ও রাধার ভূমিকায় ছিলেন বৃত্তি ভাগানী।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ছোট্ট রাধার বেশ কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। আর সেই ঝলক শেয়ার হওয়ার পর থেকেই, তা নজর এড়ায়নি একাংশের। অনেকেই এই ছোট্ট রাধার সাথে বর্তমানের বৃত্তিকে মেলাতে পারছেন না। কারণ সেই ছোট্ট বৃত্তি এখন রূপে-গুণে টেক্কা দিচ্ছে তাবড় তাবড় অভিনেত্রীদেরও। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার আনাগোনা নেহাত কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি কাজের ঝলক শেয়ার করে নেন নিজের অনুরাগীদের সাথে। তারাও যে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া এই সমস্ত ঝলকের অপেক্ষায় থাকেন, সেকথা তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়।

হিন্দির পাশাপাশি একাধিক দক্ষিণী কাজও করেছেন বৃত্তি। ২০২২’এ একটি তেলেগু চলচ্চিত্রে কাজ করেছেন অভিনেত্রী। আর সেই চলচ্চিত্রে তার অভিনয় নিঃসন্দেহে তার একটা আলাদা পরিচিতি তৈরি করেছে দক্ষিণী চলচ্চিত্র দর্শকদের মাঝে। হিন্দিতেও করেছেন একাধিক কাজ। এই মুহূর্তে তার আসন্ন কাজের অপেক্ষাতেই তার অনুরাগীমহল।