Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কবে আসতে চলেছে ‘বিরুষ্কা’র প্রথম সন্তান, ফাইনাল হল ডেলিভারির ডেট

Updated :  Monday, October 19, 2020 6:46 PM

অনুষ্কা শর্মা মা হতে চলেছেন তা এখন মনে হয় কারোরই অজানা নয়। ২০১৭ সালে ইটালিতে বিয়ে তারপর ২০২০ তে সেই সুখবর, যা প্রায় প্রত্যেক দম্পতির সেরা স্বপ্ন হয়ে থাকে।

বর্তমানে মাতৃত্বের প্রতিটি মুহূর্তই চরম ভাবে উপভোগ করছেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়া হোক বা আই পি এল এর মাঠ সব জায়গাতেই লাবণ্যে ভরা অনুষ্কার জয় জয়কার। সম্প্রিতি একটি খবর ভাইরাল হল বিরুষ্কার ডেলিভারি নিয়ে। কবে আসবে বিরুষ্কার সন্তান তাই নিয়ে চলছে বিরাট জল্পনা। একটি পোস্ট ভীষণ ভাইরাল হয়, যেখানে অনুষ্কা ও বিরাটের ছবির নিচে ডেলিভারি ডেট লেখা রয়েছে – Baby Date Nov 10.

কবে আসতে চলেছে 'বিরুষ্কা'র প্রথম সন্তান, ফাইনাল হল ডেলিভারির ডেট

কিন্তু হিসেব কি মিলছে? যতদূর জানা গেছে আগামী বছর জানুয়ারি অথবা ফ্রেব্রুয়ারি মাসে অনুষ্কা বিরাটের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। তারপরেই শ্যুটিং এ নামবেন অনুষ্কা শর্মা। অথচ সেলিব্রিটি ফটোগ্রাফার বিরল ভয়ানি জানিয়েছেন ইনস্টাগ্রামে বিরাট অনুষ্কার ছবি শেয়ার করে লিখেছেন, রয়্যাল চ্যালেঞ্জারের সরকারি ইউটিউ চ্যানেলে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন আগামী ১০ নভেম্বর তাঁদের সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। এরপরেই তিনি সেই পোস্ট টি ডিলিট করেও দেন।