Indian Railways: একদম বিনামূল্যে ট্রেনে ঘুরে আসুন সব তীর্থস্থান, রেলের দুর্দান্ত বাম্পার অফার!
ভারতীয় রেলের বিশেষ উদ্যোগে এবার তীর্থভ্রমণ করতে আর খরচের চিন্তা নেই। ট্রেনে চেপে গোটা দেশ ঘুরে তীর্থ ভ্রমণের জন্য এক টাকাও খরচ করতে হবে না। সমস্ত ব্যয়ভার বহন করবে সরকার।
ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও অনেক সময় পকেটের টান তা বাস্তবায়িত হতে দেয় না। তবে এবার সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে ভারতীয় রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি উদ্বোধন করেছেন বিশেষ এক ট্যুরিস্ট ট্রেন, যার নাম ”প্রবাসী ভারতীয় এক্সপ্রেস”।
এই বিশেষ ট্রেনটি প্রবাসী ভারতীয়দের জন্য চালু করা হয়েছে। এতে ১৫০ জন প্রবাসী ভারতীয় অংশ নিতে পারবেন এবং ১৫ দিনের মধ্যে গোটা দেশ ঘুরে তীর্থস্থানগুলি দেখতে পারবেন।
বিদেশ মন্ত্রক ও আইআরসিটিসি-র সহযোগিতায় চালু হওয়া এই ট্রেনটি ৪৫ থেকে ৬৫ বছর বয়সী প্রবাসী ভারতীয়দের জন্য নির্ধারিত।
ট্রেনের ভ্রমণপথে অযোধ্যা, আগ্রা, পটনা, গয়া, বারাণসী, মহাবলিপুরম, রামেশ্বরম, মাদুরাই, কোচি, গোয়া, আজমীর, এবং পুস্করের মতো জনপ্রিয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র অন্তর্ভুক্ত।
এই উদ্যোগের মূল লক্ষ্য প্রবাসী ভারতীয়দের তাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করা। গোটা ভ্রমণটি একেবারেই বিনামূল্যে হওয়ায় এটি ভ্রমণপ্রেমীদের জন্য একটি দারুণ সুযোগ।