Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউডের মাদক যোগে নাম লেখালেন আরেক হাই প্রোফাইল পরিবারের সদস্য

Updated :  Tuesday, September 8, 2020 6:45 PM

গত বুধবার রণবীর সিংহ, রণবীর কপূর, ভিকি কৌশল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ এনেছিলেন কঙ্গনা রানাউত। বলিউডের এই অভিনেত্রী বারংবার জানিয়েছেন যে বলিউডের যেকোনো হাউস পার্টিতে মাদকের যথেচ্ছ ব্যবহার হয়, এমনকি তাঁকেও প্রথম দিকে মাদক সেবন করানো হয়েছিলো। নিজের জীবনের ভয়ঙ্কর কালো দিক তুলে ধরেছিলেন কঙ্গনা। কিন্তু এরপরেও বিতর্ক পিছু হটেনি। শুনতে হয়েছে নিন্দা, এমনকি ফোনেও হুমকি পেয়েছেন। যার জেরে কঙ্গনা মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলেছিলেন এবং মুম্বাই পুলিশকে মুভি মাফিয়া বলতেও ভয় পাননি। এবারে এই অভিনেত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন দলীপ।

এর আগেও সরব হয়েছিলেন অধ্যয়ন সুমন। কঙ্গনার এই কো-স্টার স্পষ্ট জানান কঙ্গনা ও তাঁর ড্রাগসের নেশার কথা৷ ২০১৬ সালে এক সাক্ষাৎকারে অধ্যয়ন সুমন জানিয়েছিলেন, কঙ্গনা রানাওয়াত তাঁকে কোকেন খাওয়ানোর চেষ্টা করেছিলেন ৷ এমনকী, অধ্যয়ন না করাতে নাকি কঙ্গনা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন নিয়মিত। এবারে মুখ খুললেন অভিনেতা দলীপ তাহিল। তাঁর মতে, কঙ্গনার এধরনের পরামর্শ দেওয়ার আগে তাঁর নিজেরই ড্রাগ-টেস্ট করানো উচিত। এদিন দলীপ তাহিল এও জানিয়েছেন, শুধু বলিউডকে নিয়ে চর্চা হওয়া মানে টিআরপি বাড়ানো। কিন্তু তাতে প্রকৃত সমস্যার সমাধান হবে না।

উল্লেখ্য, কিছুদিন আগেই কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে সান্ডালহুড ড্রাগ স্ক্যান্ডাল-এ (Sandalwood Drug Scandal) জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে নারকোটিক্স। এবারে এই ড্রাগ স্ক্যান্ডালে উঠে আসছে বলিউডের এক হাই প্রোফাইল পরিবারের সদস্যের নাম। তিনি হলেন বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভা।