Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গিকবেঞ্চে নতুন স্মার্টফোন লিস্ট করল ভিভো, থাকবে SD ৪ জেন ২

Updated :  Friday, December 29, 2023 4:48 PM

ভিভো এবার বাজারে আনতে চলেছে তাদের একটি নতুন ব্র্যান্ড নিউ স্মার্টফোন। এ নতুন স্মার্টফোনটিকে নিয়ে অনেক দিন ধরেই কাজ করছিল এই চিনা মোবাইল নির্মাতা কোম্পানিটি। ফোনটির নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে না এলেও ফোনটির ব্যাপারে কিছু বিষয় সামনে এসেছে। জানা যাচ্ছে এই ফোনটি ভিভো কোম্পানির অন্যতম জনপ্রিয় Y সিরিজের ফোন হতে চলেছে। এছাড়াও ভিভো কোম্পানির এই নতুন স্মার্টফোনে এমন কিছু ফিচার পাওয়া যেতে পারে যেগুলো কিন্তু একেবারে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাওয়া যায়। ইতিমধ্যেই গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে স্মার্ট ফোন লিস্ট করা হয়েছে। আপাতত পাওয়া খবর অনুযায়ী, এই স্মার্টফোনটিতে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি মিডরেঞ্জ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৪ জেন ২। অর্থাৎ বলতে গেলে এই স্মার্টফোন হতে চলেছে একেবারেই মিড রেঞ্জ একটি স্মার্ট ফোন। চলুন এই ফোনটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

গিজমো চায়নার রিপোর্ট অনুযায়ী, V2327 মডেল নম্বর অনুযায়ী এই স্মার্টফোন লিস্ট করা হয়েছে এই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে। ২৬ শে ডিসেম্বর এই স্মার্টফোনটি লিস্ট করা হয়েছিল এই ওয়েবসাইটটিতে। এই নতুন স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন কোয়ালকম কোম্পানির প্রসেসর এবং তার সাথেই থাকছে ৮জিবি র‍্যাম। এছাড়াও এই স্মার্টফোন আসতে চলেছে এন্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম নিয়ে।

গিকবেঞ্চের টেস্ট অনুযায়ী, এই মুহূর্তে এই স্মার্টফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৯০২ পয়েন্ট স্কোর করেছে এবং মাল্টিকোর টেস্টে ২১৬৮ পয়েন্ট স্কোর করেছে। এই স্মার্ট ফোনটি অবশ্যই একটি ৫জি স্মার্টফোন হবে। অর্থাৎ মধ্য বাজেটের একটি ৫জি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে এই ভিভো কোম্পানিটি। মনে করা হচ্ছে আর কিছুদিনের মধ্যে এই স্মার্ট ফোন লঞ্চ হবে। সুতরাং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন স্মার্টফোনের ব্যাপারে আপনি খবর পেতে পারেন।