Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাড্ডাহাড্ডি লড়াই! ট্রাম্পের পর এবার নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হলেন ভ্লাদিমির পুতিন

Updated :  Saturday, September 26, 2020 6:18 PM

রাশিয়াঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর এবার নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গিয়েছে নোবেল শান্তি কমিটির কাছে পুতিনের নাম পাঠিয়েছে বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ। গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান।

কিছু দিন আগেই ২০২১ সালে নরওয়ের এক সাংসদ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন৷ কারণ ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে শান্তি চুক্তি সহ একাধিক ক্ষেত্রে শান্তি স্থাপনে ভূমিকা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

ট্রাম্পের নোবেল মনোনয়নের বিষয়ে অবশ্য কোনও রকম প্রতিক্রিয়া দিতে চায়নি নরওয়ের নোবেল কমিটি৷ নরওয়ের তাইব্রিং জেড্ডে নামে ওই সাংসদ তার পদক্ষেপে নিজেও খুশী বলে জানিয়েছেন সকলকেই। নরওয়ের এই সাংসদ আবার ২০১৯ সালেও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ার কারণে ফের আরো একবার ট্রাম্পকে মনোনীত করা হয়।আশা করা হচ্ছে এবছর তা সফল হতেও পারে বা নাও হতে পারে। কিন্তু নোবেল দৌড়ের তালিকায় এবার পুতিনের নাম আসতেই চিন্তার বিষয় দেখা দিয়েছে।

জানা গিয়েছে গোটা বিশ্বে সার্বিক শান্তি স্থাপনে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর থেকে অনেক বেশি উদ্যোগী হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। লেখকদের মতে তাই এই পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি তিনিই। এর আগেও এক বার এই পুরস্কারের জন্য পুতিন মনোনীত হয়েছিলেন কিন্তু সেবার তিনি না জিতলেও এবার জিতবেন বলে আশা রাশিয়ার।