দেশনিউজ

Voter ID: সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে ভোটার কার্ড, জানুন কী করবেন

ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য অনেকেই রয়েছেন যারা সরকারি দপ্তরের দরজায় দরজায় ঘুরে থাকেন

Advertisement

ভারতের সরকার নির্বাচনের জন্য এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটি সেটা হল আপনার ভোটার আইডি কার্ড। কিন্তু, এই ভোটার আইডি কার্ড তৈরি করা সহজ কাজ তো একেবারেই নয়, বরং বেশ ঝক্কির কাজ বলা যেতে পারে। এই ভোটার আইডি কার্ড এমন একটি জিনিস, যেটা আপনাকে সবসময় নিজের কাছে রাখতেই হবে এবং ভোটের সময় এই জিনিসটা সবথেকে বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে। যারা ভোটের সময় ভোটার আইডি কার্ড খুঁজে পান না, তাদেরকে সাধারণত সরকারি দপ্তরের চক্কর কাটতে হয় এবং অত্যন্ত পরিশ্রম করে ভোটার আইডি কার্ড জোগাড় করতে হয়। তবে যদি আপনি চান সরকারি দপ্তরের দপ্তরে না ঘুরে, নতুন ভোটার কার্ড একেবারে বাড়ির ঠিকানায় নিয়ে আসতে, তাহলে আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছে ভারত সরকার। সম্প্রতি এমন একটি নতুন পদ্ধতি ভারত সরকার নিয়ে এসেছে, যার মাধ্যমে বাড়িতে বসে স্মার্টফোন ব্যবহার করেই আপনি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেই ভোটার আইডি কার্ড বাড়িতে নিয়ে আসতে পারবেন।

ভোটার আইডি কার্ড বাড়িতে নিয়ে আসার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এজন্য প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে কয়েকটি স্টেপ ফলো করতে হবে এবং তারপরেই আপনি বাড়িতে আনাতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড। আপনি যদি চান, তাহলে আপনি এই পদ্ধতি সম্পন্ন করার মাত্র ১০ দিনের মধ্যেই আপনার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে যেতে পারেন।

এর জন্য প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে National Voters Service Portals বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এপ্লাই অনলাইন সেকশনে ক্লিক করে Registration of New Voter ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন Form-6। এই ফর্ম ডাউনলোড করে এর মধ্যে থাকা সমস্ত তথ্য ফিল আপ করে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার ইমেইল আইডিতে একটি বিশেষ লিঙ্ক পাবেন। সেই লিংকে ক্লিক করে আপনি ভোটার আইডি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। ভোটার আইডি কার্ডের তথ্য জমা দেওয়ার মাত্র দশ দিনের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার কাঙ্খিত ভোটার কার্ডটি।

Related Articles

Back to top button