Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কিছু সময়ের জন্য অপেক্ষা করুন, ফিরে আসবো : দেবেন্দ্র ফড়নবিশ

Updated :  Monday, December 2, 2019 1:24 PM

মহারাষ্ট্র : শপথ নিয়েও ছাড়তে হয়েছে মুখ্যমন্ত্রীর পদ। এবার বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হলেন তিনি। এরপরই বিধানসভার কক্ষে ধন্যবাদ বক্তব্য রাখতে গিয়ে দেবেন্দ্র ফড়নবিশ জানান, মহারাষ্ট্রের মানুষ চাইলেও এখানে সরকার গঠন করতে পারেনি বিজেপি। রাজনৈতিক অঙ্কের কাছে হেরে যেতে হয়েছে সবচেয়ে বেশি বিধায়ক পাওয়া এই দলকে।

ভোটের পূর্বে তিনি বলেছিলেন, ‘মি পুনহা ইয়েন’ যার অর্থ আমি পুনরায় ফিরে আসছি। যা নিয়ে ফড়নবিশকে কটাক্ষ শুরু করেন বিপক্ষ শিবিরের নেতারা। তার উত্তরে তিনি এদিন যোগ করেন, ‘আমি বলেছিলাম, আমি ফিরে আসছি। তবে সময় সারণী বলে ভুলে গিয়েছিলাম।’ এরপরেই তিনি বলেন, ‘কিছুটা সময় অপেক্ষা করুন, আমি ফিরছি।’

এদিন তিনি আরও বলেন, ‘ভোট পরীক্ষায় ৭০ শতাংশ সমর্থন পেয়েও সরকার গড়তে পারল না বিজেপি। মাত্র ৪০ শতাংশ সমর্থন নিয়ে সরকারে চালাচ্ছে ওরা। আসলে রাজনৈতিক অঙ্কের কাছে যোগ্যতা হেরে গেল।’ একই সঙ্গে তিনি জানান, ‘গত ৫ বছরে আমি এমন অনেক কাজ করেছি, যাদের পর্যন্ত করিনি‌। সেগুলোর উদ্বোধন করতে আমি ফিরে আসবো।’ শাসক শিবিরের কটাক্ষের জবাবে তিনি জানান, ‘কিছুটা সময় অপেক্ষা করুন, আমি ফিরছি।’