Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভেঙে দেওয়া হল তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের বাড়ি, শুধুই কি সড়ক সম্প্রসারণ নাকি রয়েছে রাজনৈতিক কারণ?

Updated :  Saturday, February 13, 2021 1:57 PM

৮৪ নম্বর জাতীয় সড়কের ধারে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) এর বাড়ির কিছুটা অংশ এদিন সড়ক সম্প্রসারণের নাম করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। ঘটনাস্থল হলো বিহারের বক্সার জেলা। সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পৈতৃক বাড়ি রয়েছে। স্থানীয় প্রশাসন দাবি করেছে, ৮৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বাড়ি থাকার কারণে সড়ক সম্প্রসারণের জন্য এটি অধিগ্রহণ করা হয়েছিল। এই কারণে ওইটুকু জায়গা ভেঙ্গে ফেলা হলো।

বিহারের বক্সারের আহিরৌলি গ্রামে পৈতৃক বাড়ি রয়েছে জেডিইউ-এর প্রাক্তন সহ-সভাপতি এবং বর্তমানে তৃণমূলের নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের। বাড়িটি তার বাবা ডঃ শ্রীকান্ত পান্ডে তৈরি করেছিলেন। তবে পরবর্তীতে প্রশান্ত কিশোর নিজে ওই বাড়িতে আর বসবাস করেন নি। এদিন ওই বাড়ির একটা অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার চালিয়ে। মাত্র ১০ মিনিটের মধ্যে সেই বাড়ির একটি দেয়াল ভেঙে গুঁড়িয়ে গেল। সম্প্রতি, ৮৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বাড়িটি অধিগ্রহণ করা হয়েছে সড়ক সম্প্রসারণের জন্য বলে জানানো হয়েছে। ওই কারণে তার বাড়ি ভেঙে দেওয়া হলো বলে জানিয়েছে প্রশাসন। এছাড়াও প্রাক্তন জেডিইউ নেতাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রশান্ত কিশোর ওই টাকা গ্রহণ করেননি।

তবে এই ঘটনার পিছনে অনেকে আবার রাজনৈতিক অভিসন্ধি লক্ষ্য করছেন। অনেকে মনে করছেন এই মুহূর্তে জেডিইউ থেকে বহিস্কৃত হয়েছেন প্রশান্ত কিশোর। তৃণমূল নেত্রীর ভোট কৌশলী বর্তমানে প্রশান্ত। বিজেপির সঙ্গে সম্পর্ক অত্যন্ত তিক্ত। তাই কেন্দ্রীয় প্রকল্পের অছিলায় প্রাক্তন নেতার বাড়ি ভেঙ্গে দেওয়া হলো কিনা সে নিয়ে দ্বন্দ্বে রাজনৈতিক মহল।