Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বক্সঅফিসে ৩০০ কোটির গন্ডি পেরোলো ‘ওয়ার’! ভেঙে দিল সুলতান ও পদ্মাবতের রেকর্ড

Updated :  Thursday, October 24, 2019 9:15 AM

এখন বক্সঅফিসে সিদ্ধার্থ আনন্দের ‘ওয়ার’ সিনেমাটি রাজত্ব করছে, যার মুখ্য চরিত্রে রয়েছেন কবির ও খালিদ অর্থাৎ হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ। এই সিনেমাটি সমালোচকদের কাছে ইতিবাচক কমেন্ট পেয়েছে। সিদ্ধার্থ আনন্দের ডাইরেক্সনে নির্মিত এই সিনেমাটিতে অ্যাকশন ও রোমাঞ্চকর গল্পে পরিপূর্ণ যা দর্শকদের আকর্ষিত করেছে।

‘ওয়ার’ ফিল্মটি নিজের রিলিজের দিনে প্রায় ৫৩.৩৫ কোটি টাকা ইনকাম করেছিল যা বক্সঅফিসে এক রেকর্ড। এটি বলিউড সিনেমা হিসেবে রিলিজের দিনে সবথেকে বেশি টাকা কালেকশন করা সিনেমা।

এই সিনেমাটি ইয়স রাজ ফিল্মস প্রডিউস করেছে। ইয়স রাজ ফিল্মসের এটি তৃতীয় সিনেমা যা ৩০০ কোটির কালেকশন করল। ভারতে এর আগে এই প্রোডাকশন হাউসের ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যা’ ভারতে ৩০০কোটির কালেকশন করেছিল।

‘ওয়ার’ সিনেমাটি ভারতে ৩০৫.৯৫ কোটির ব্যবসা ভারতে ইতিমধ্যে করে ফেলেছে। ‘সুলতান’ ও ‘পদ্মাবত’ এই দুই সিনেমাকে পেরিয়ে ‘ওয়ার’ সিনেমাটি সপ্তম অর্থ উপার্জনকারী হিন্দি সিনেমার স্থান অর্জন করেছে।

এই সিনেমাটির মুখ্য চরিত্রে হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ। এছাড়াও গৌন চরিত্রে বানি কাপুর, আশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েঙ্কা রয়েছেন। এদের সবাইয়ে অভিনয় সমালোচক ও দর্শকদের।