Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ম্যাচ চলাকালীন আল্লু অর্জুনের ‘বুটা বম্মা’ গানে নাচলেন ডেভিড ওয়ার্নার, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, December 1, 2020 10:33 PM

আল্লু অর্জুনের বুটা বম্মা গানটা সোশ্যাল মিডিয়ায় এখন যথেষ্ট জনপ্রিয়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সর্বত্র এই গানের ভিডিও অনেক শেয়ার হয়েছে এবং এখনো হচ্ছে।

তবে বুটা বম্মা গানটা আরো বেশি জনপ্রিয় হওয়ার পিছনে বিশেষ একটা কারণও রয়েছে। সেটা হল ডেভিড ওয়ার্নার। লকডাউনের সময় নিজের টিকটকে এই গানের সঙ্গে নেচেছিলেন। সঙ্গে ছিল তার স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার এবং এক মেয়ে। নেটিজেনরা এই ওয়ার্নারের এই গানের সঙ্গে নাচটার যথেষ্ট প্রশংসা করেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ারও হয়েছিল।

ফের আরেকবার বুটা বম্মা গানটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর আলোচনার কারণ সেই ওয়ার্নারই। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে চলাকালীন বাউন্ডারির সামনে ফিল্ডিং করছিলেন ওয়ার্নার। দর্শকরা তাকে বুটা বম্মা নাচটা একটু দেখাতে বলেন। ওয়ার্নারও তাদের হতাশ করেননি। সেই গানের নাচটা একটু দেখানও।

আর তাই আবার সোশ্যাল মিডিয়ায় বুটা বম্মায় ওয়ার্নারের নাচটা নিয়ে এখনো আলোচনা হচ্ছে। ম্যাচ শেষ হওয়ার একদিন পরেও নেটিজেনরা তার সেই নাচ শেয়ার করছেন। অনেকে আবার ইউটিউবে বুটা বম্মা অফিশিয়াল গানের পোস্টে কমেন্ট করে লিখছেন ওয়ার্নারের ভিডিও দেখেই তারা এই জনপ্রিয় গানের ভিডিও ইউটিউবে দেখছেন।