শ্রেয়া চ্যাটার্জি : ‘মা’ এই জায়গাটা বোধহয় সবার ক্ষেত্রে একই রকম। প্রথম হাঁটতে শেখা, প্রথম লেখা শেখা, সবকিছুই মা শেখায়। জীবজন্তুর মায়েরাও কিন্তু একই ভূমিকা পালন করে। এমনটাই দেখা গেল এই ভিডিওটিতে, একটি ভাল্লুক মা ফাঁকা রাস্তা পেয়ে তাদের ছানাদের সুন্দর করে রাস্তা বেরোনোর কি সুন্দর শিক্ষা দিচ্ছে। যিনি ভিডিও করছেন তিনি এই ব্যস্ত রাস্তাটিতে কিছুক্ষণের জন্য গাড়িটা থামিয়ে ভাল্লুক গুলোর পেরোনোর ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাতেই হয়। শুধু মানুষই না, বন্য জীবজন্তু গুলো কিরকম মানুষের উন্নতির সাথে দিব্যি তালে তাল মিলিয়ে চলছে। বন জঙ্গলের মধ্যে হঠাৎ একটা রাস্তা দেখে ভাল্লুক মা সন্তর্পনে তার বাচ্চাদের পার করছে।
The bear mama knows how to cross the road. And these fluffy balls just want to follow. Learn some road sense from the mother. Sent by a friend, location unknown. pic.twitter.com/YD5MiC2Jxv
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 1, 2020
তবে অনেক সময় দেখা গেছে জঙ্গলের মধ্যে এরকম রাস্তা পার করতে গিয়ে অথবা ট্রেনের লাইন পার করতে গিয়ে অনেক ভাল্লুক এমনকি হাতির মৃত্যু ঘটেছে বা তারা গুরুতর আহত হয়েছে। তবে এর জন্য কিন্তু মূলত মানুষরাই দায়ী। যানবাহনের অতিরিক্ত গতির জন্য এই প্রাণীগুলোকে প্রাণ দিতে হয়।
ভিডিওটি দেখে ঠিক কোন জায়গার ভিডিও সেটা বোঝা না গেলেও দেখতে কিন্তু মন্দ লাগবে না। কারণ মা ভাল্লুক জানে কিভাবে রাস্তা পার হতে হয়। সে বেশ দুলকি চালে রাস্তা বেরোচ্ছে এবং পিছন পিছন তার ফুটফুটে ছানা গুলি দিব্যি পার হয়ে যাচ্ছে। এর মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। শুধু তাই নয় যিনি এই ভিডিওটি তুলেছেন তাকেও কিন্তু কুর্নিশ জানাতে হয়। নিজের ব্যস্ততম সময় কে উপেক্ষা করে এই অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন।