আর মাত্র কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণরূপে জলের তলায় তলিয়ে যাবে কলকাতা এবং আরও অনেক জায়গা। গবেষকদের মতে আর মাত্র কয়েক বছরের মধ্যে ভারতের অধিকাংশ উপকূলবর্তী শহর গুলি সম্পূর্ণরূপে জলের তলায় চলে যেতে পারে। কলকাতার সাথেই কলকাতার একাধিক উপকূলবর্তী এলাকার একই অবস্থা হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। সমুদ্রের জলস্থল বৃদ্ধির ফলে বিশ্বের উপকূলবর্তী একাধিক শহর জলের তলায় চলে যাবে বলে জানা গিয়েছে একটি গবেষণায়। আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত সংস্থা ক্লাইমেট সেন্ট্রাল এর একটি গবেষণায় বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যতটা উপরে মনে করা হয়, উপকূলবর্তী শহরগুলিকে, ততটা কিন্তু উঁচুতে তারা নয়।
যদি সমুদ্রের জলস্থার বৃদ্ধি পায় তাহলে উপকূলবর্তী শহর গুলি জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চীন বাংলাদেশ ভারত ভিয়েতনাম থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার বেশ কিছু শহর সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানানো হয়েছে এই গবেষণায়। ৩০ কোটিগ্রস্ত মানুষের মধ্যে ৭৫ শতাংশ হতে পারে এই ৬ দেশের মানুষ। সে ক্ষেত্রে ভারতের অন্যান্য উপকূলের সাথে কলকাতার উপরে বিপদ আসার সম্ভাবনা রয়েছে। ওই গবেষণা ছাড়াও ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্টিক রিসার্চের কমিউনিটি আর্ট সিস্টেম মডেলের গবেষণায় বলা হয়েছে, ২১০০ সালের মধ্যেই সারা বিশ্বের সমুদ্রের জল স্তর দুই ফুট থেকে সাত ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এমনকি তার থেকে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আর ২১০০ সালের মধ্যে বিশ্বের ২০ কোটি মানুষ নিজের বাসস্থান হারাতে পারেন এই কারণে। গবেষণা সামনে আসার পর বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর পরিবর্তন নিয়ে বিশ্বের রাষ্ট্রনেতাদের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জলবায়ুর পরিবর্তনকে ইতিমধ্যে বিপর্যয় হিসেবে দেখছেন পরিবেশ বিজ্ঞানীরা। অন্যদিকে গবেষকরা বলছেন, কলকাতার মাটির শহর সহনশীলতা ক্রমশই কমে যাচ্ছে। এই শহরের মাটিতে খুব বেশি হলে ১০ থেকে ১২ তলা বিল্ডিং বানানো উচিত। কিন্তু এই জায়গায় বহুতল আবাসন তৈরি হচ্ছে এবং মাটির নিচে গভীর খনন কাজ শুরু হয়েছে। এই কারণে ধীরে ধীরে মাটির তলা ফাঁপা হয়ে যাচ্ছে। ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেলে কলকাতার মাটির আর বহন করার ক্ষমতা থাকবে না।