বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, মুখ্যমন্ত্রীর উচিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় মিছিল না করে রাজ্যের পরিস্থিতির দিকে নজর দেওয়া। এদিন খড়গপুরে একটি সভামঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘যাদের সরকার চালাতে হবে তারা রাস্তায় নেমেছে আর আমরা সবাই রাজ্যের কি অবস্থা তা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সর্বদা রাস্তায় নামার পরিবর্তে রাজ্য পরিচালনা এবং প্রশাসনের দিকে মননিবেশ করা।’
দিলীপ ঘোষ আরও বলেন, ‘তিনি সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন কর্ণাটকে মারা যাওয়া মানুষদের ক্ষতিপূরণ দিচ্ছেন কিন্তু তিনি এবং তার দলের নেতারা পশ্চিমবঙ্গে যারা মারা গেছে তাদের পরিবারকে দেখতেও যাননি বা ক্ষতিপূরণও দেননি।’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন ম্যাঙ্গালুরুতে প্রাণ হারানো বিক্ষোভকারীদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে তৃণমূল সরকার। একটি জনসভায় এই ঘোষণা করার সময় বলেছিলেন, ‘আমরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন ম্যাঙ্গালুরুতে যারা প্রাণ হারিয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক দেব।’
আরও পড়ুন : মমতার উত্তরে উচ্ছ্বসিত রাজ্যপাল, তবে কি কাটল রাজ্য-রাজ্যপাল সংঘর্ষ?
মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার সময় শিক্ষার্থীদের সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। গণতান্ত্রিক উপায়ে তাদের এই প্রতিবাদ চালানোর আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অসন্তুষ্টি প্রদর্শনের জন্য রাস্তায় নেমেছে। তাদের গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ করার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী।