নিউজদেশ

Wbchse: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আগামী সপ্তাহে, সমস্ত দিনক্ষণ ঘোষণা করে দিলেন শিক্ষা মন্ত্রী

মাধ্যমিকের পাঁচ দিন পরই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল

Advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী সপ্তাহে। স্পষ্ট করে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সোমবার সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। এর আগেই ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। আগেই তা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার পাঁচ দিন পরে প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফল।

ব্রাত্য বসু টুইট করে জানিয়েছেন, ২৪ মে বেলা ১২টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। ঐদিন সাড়ে ১২টা থেকে পরীক্ষার্থীরা সকলে ফল জানতে পারবেন। বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে ফল জানা যাবে। আগামী ৩১ শে মে সংসদের তরফে স্কুল গুলিকে উচ্চমাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষা মন্ত্রী। সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কোথায় কিভাবে ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন তা শীঘ্রই সংসদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। স্কুলগুলির প্রধানরা মার্কসিট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি পেয়ে যাবেন ৩১ তারিখ সকাল ১১টায়।

গত শুক্রবার ১২ মে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হয়েছে। তারপর ১৪ মে রবিবার বিকেলে প্রকাশিত হয়েছে আইসিএসই দশম এবং আইসিএসই এর দ্বাদশের ফল। এবার রাজ্যের বোর্ডের দশম এবং দ্বাদশের ফল প্রকাশের দিন জানা গেছে। চলতি বছরের ১৪ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ২৭ মার্চ অব্দি এই পরীক্ষা চলেছে। প্রায় দু মাসের মাথায় প্রকাশিত হচ্ছে ফল। উচ্চমাধ্যমিকে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার, যা গত বছরের তুলনায় ১ লক্ষ ১০ হাজার বেশি।

Related Articles

Back to top button