Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

WBPDCL job: রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে কর্মখালি, ৮০ হাজার টাকার বেতন মিলবে প্রতি মাসে

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা এবার কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ WBPDCL-এ। চুক্তির ভিত্তিতে এই সংস্থায় তিন বছরের…

Avatar

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা এবার কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ WBPDCL-এ। চুক্তির ভিত্তিতে এই সংস্থায় তিন বছরের জন্য নিয়োগ করা হবে। জিওলজিস্ট মাস কমিউনিকেশন এক্সপার্ট এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কনসাল্টেন্ট পদে নেওয়া হবে কর্মী। জিওলজিস্টকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮০ হাজার টাকা, মাস কমিউনিকেশন এক্সপার্ট এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কনসালটেন্ট পেয়ে যাবেন ৫৫ হাজার টাকা করে বেতন।

প্রতিটি পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি, ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেই কর্মীর। ১ মার্চ ২০২৩ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ৫৫ বছর এর মধ্যে। ইন্টারভিউ এর মাধ্যমে এই পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ পাওয়ার সার্ভিস কর্পোরেশনের পক্ষ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইচ্ছুক চাকরি প্রার্থীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে এবং হোমপেজ থেকে কেরিয়ার অপশনে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পাবেন।সেখান থেকে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই আবেদনের জন্য শেষ তারিখ ৩১ মার্চ। ইন্টারভিউ দেওয়ার দিন প্রার্থীদের প্রয়োজনীয় নথি সঙ্গে করে নিয়ে আসতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন।

About Author