Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘আমরাও পাকিস্তানের বিরুদ্ধে পালটা আক্রমনের জন্য তৈরি ছিলাম’ দাবি প্রাক্তন সেনা প্রধানের

Updated :  Sunday, December 15, 2019 10:14 PM

বায়ুসেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। তিনি জানিয়েছেন বালাকোটে হামলা চালানোর পরের দিনই পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত ছিল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান যদি ভারতের কোনও সেনা ক্যাম্পে হামলা চালাতো তাহলেই পাল্টা হামলা চালাতেন তাঁরা।

তিনি বলেন, “২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরে জৈশ ই মহম্মদের জঙ্গি শিবিরে হামলা চালানোর পরের দিনই আমরা তৈরি ছিলাম। পাকিস্তান সেনা যদি ২৭ ফেব্রুয়ারি ভারতের কোনও সেনা ক্যাম্পে হামলা চালাত, তাহলেই আমাদের তরফে পাল্টা হামলা চালানো হত। আমাদের সেনা তৈরি ছিল।”

আরও পড়ুন : মমতার মতো ক্ষমতায় ফিরতে প্রশান্ত কিশোরের উপরই ভরসা রাখলেন অরবিন্দ কেজরিওয়াল

তিনি আরও জানিয়েছেন, “আমরা আশা করেছিলাম, পাকিস্তানের তরফে কোনও অগ্রগতি হবে। কিন্তু পাকিস্তান হামলা চালালেও আমাদের কোনও ক্যাম্পে আঘাত না লাগায় আমরাও চুপ থাকি।”

পাকিস্তানি বায়ুসেনা হামলা চালালেও রাজৌরি- পুঞ্চ সেক্টরে একটাও ঘাঁটিতে তারা আক্রমণ করতে পারেনি। তাই পাকিস্তান বারবার দাবি করছে, ২৭ ফেব্রুয়ারি যে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনা তা শুধুমাত্র নিজেদের শক্তির প্রমান করতে। হামলা চালালেও কোনও ঘাঁটিতে আঘাত করতে সক্ষম হয়নি পাক বায়ুসেনা। নিজেদের ব্যর্থতা সবার সামনে যাতে না প্রকাশিত হয় সেই কারনেই এই কথা বলে তারা, এমনটাই জানিয়েছেন ধানোয়ার।