এবারে নির্বাচনের আগে মানুষের মনের ভাব জানতে নতুন কৌশল বিজেপির। এদিন রাজ্য সফরে এসে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ঘোষণা করে দিলেন, এবারে নির্বাচনের আগে একেবারে এলইডি রথ নিয়ে মাঠে নামছে বিজেপি। এই রথ রাজ্যের ২৯৪টি আসনে ঘুরবে এবং এই রথের মাধ্যমে মানুষ তাদের অভিযোগ জানতে পারবেন। এছাড়াও তারা জানাতে পারবেন তাদের সাজেশন। এর জন্য রাখা হবে একটি সাজেশন বক্স। বৃহস্পতিবার হেস্টিংস এর সভা থেকে লক্ষ্য সোনার বাংলা কর্মসূচির সূচনা করে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। এছাড়াও এদিন তিনি একটি লক্ষ্য সোনার বাংলা নামক পুস্তিকা প্রকাশ করেন।
এদিন অনুষ্ঠানে তিনি বললেন, “আজকে খুশির দিন। আজকে মানুষ লক্ষ্য সোনার বাংলা কর্মসূচির মাধ্যমে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। আগে বলা হতো, বাংলা আজ যা ভাবে, কালকে ভারত ভাবে, কিন্তু এই বাংলার গৌরব আজকে কোথায়? আমরা যেই সোনার বাংলা চাইছি, সেটা বাংলার মানুষ জানেন।” তিনি আরো বলেছেন, “এই রথ বাংলার সব জায়গায় পৌঁছে যাবে। এখানে একটি ফোন নম্বর এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে। এই নম্বর ব্যবহার করে আপনারা আপনার অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও সাজেশন বক্স থাকবে। এই এলইডি রথ আসলে হলো একটি মোবাইল ভ্যান। আপনারা আপনার পরামর্শ, অভিযোগ ৩ থেকে ৩০ মার্চ এর মধ্যে আমাদের এই রথে জানাতে পারবেন। আসল পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী যা সোনার বাংলার স্বপ্ন দেখছেন সেটাই আমরা করে দেখাবো।”
এরপর তিনি বলেন, তারা বাংলার ক্ষমতায় আসলে কি কি করবেন। তিনি বলেন, “আমরা ভোটে জিতলে আয়ুষ্মান ভারত, কিষান সম্মান নিধি যোজনা চালু করবো। বাংলায় ভ্রষ্টাচার, কাট মানি, থাকবে না। এছাড়াও আমরা বাংলার পণ্য গ্লোবাল মার্কেটে পৌঁছে দেব।” তার আরো বক্তব্য, “বাংলার সংস্কৃতি সারা দুনিয়া জানে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, শ্যামাপ্রসাদ যে সংস্কৃতি দিয়েছিলেন আমরা সেটা আবার ফিরিয়ে আনব। আমরা সোনার বাংলার মর্যাদা আবার ফিরিয়ে আনবই। বন্ধ করবো মাওবাদী তৎপরতা।”