Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“দিদিমণি যখন নন্দীগ্রামে জয় খুঁজছেন, সেই সময় ভবানীপুরটা আমরা জিতে নেব”, বক্তব্য দিলীপের

Updated :  Monday, January 18, 2021 10:54 PM

ভবানীপুরে জেতার কোনও সুযোগ নেই। সেই জন্যই নিরাপদ আসন খুঁজে বেড়াচ্ছেন শাসক শিবিরের নেত্রী। নন্দীগ্রামে মমতার প্রার্থী হওয়ার ঘোষণার প্রেক্ষিতে এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই দিন দক্ষিণ কলকাতায় রোড শো এর শেষে সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কারের সাথে বলেন,”দিদিমণি গঙ্গার ওপারে গিয়ে কোনও লাভ নেই। এটা রাম-লক্ষণ জুটি। ঘাসফুল কোন ভাবেই ফুটবেনা। ভুলে যান গঙ্গার ওই পারে যাওয়ার কথা। ফেব্রুয়ারির পর পার্টি অফিসে ঝাণ্ডা পোঁতার লোক থাকবেনা।”

আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের বর্তমান কেন্দ্র ভবানীপুরকে তিনি হতাশ করবেন না। নিজেই এইদিন তিনি বলেছেন,”পারলে দুই জায়গা থেকেই দাঁড়াব।” ভবানীপুরে হারবেন বলেই নিরাপদ আসন খুঁজছেন মমতা, এমনটা বলে এইদিন তৃণমূল নেত্রীকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তার বক্তব্য,”নন্দীগ্রামের মাটি শক্ত আছে নাকি নরম কয়ে গিয়েছে, সেটা দেখতে ই গিয়েছিলেন দিদিমণি। আমার মনে হয় জবাব পেয়ে গিয়েছেন। বাকিটা শুভেন্দু দা দিয়ে দেবেন কালকে। আসলে তা নয়, ভবানীপুর জেতার কোনও সুযোগ নেই। নিরাপদ আসন খুঁজে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দিদিমণি গঙ্গার ওপারে গিয়ে লাভ নেই। এটা রাম-লক্ষণ (শুভেন্দু-দিলীপ) জুটি। ঘাসফুল ফুটবেনা। ভুলে যান গঙ্গার ওপারে যাওয়ার কথা”। দিলীপ ঘোষ আরও বলেন,”দিদিমণি যখন নন্দীগ্রামে জয় খুঁজছেন, সেই সময় ভবানীপুরটা আমরা জিতে নেব।”

তার আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘নন্দীগ্রামে আপনি দাঁড়াতেই পারেন। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোনও মিটিংয়ে দাঁড়িয়ে ঘোষণা করতে পারেন। বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল, কে কোথায় দাঁড়াবেন সভা থেকে বলা যায় না। এটাই তফাৎ। আপনি দাঁড়ান। পদ্মফুলটা আমাকে দিন বা আর যাঁকে দিন হাফ লাখ ভোটে হারাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’